Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জঙ্গি নির্মূল করা যায়নি, শক্তি ভেঙে দেয়া গেছে -আইজিপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ২:৪৪ পিএম | আপডেট : ২:৫২ পিএম, ২ জুলাই, ২০১৭

স্টাফ রিপোর্টার : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গি নির্মূল করা যায়নি তবে শক্তি ভেঙে দেয়া গেছে। জঙ্গিবাদকে সমূলে ধ্বংস করতে হলে দলমত নির্বিশেষে দেশবাসীকে এগিয়ে আসতে হবে।
রোববার রাজধানীতে পুলিশ সদর দফতরে অপরাধ বিষয়ক সাংবাদিকদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অনেক জঙ্গি আমাদের অভিযানে নিহত হয়েছে, অনেকে গ্রেফতার আছে। তাদের আর শক্তি নেই ধ্বংসাত্মক কিছু করার।
‘রাজীব গান্ধীসহ নব্য জেএমবি নেতাদের নাম পুলিশের কাছে দুই বছর আগেই এসেছিল’- জাতীয় দৈনিকের এমন খবরের কথা উল্লেখ করে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরুর ক্ষেত্রে বিলম্বের কারণে জানতে চাইলে আইজিপি বলেন, এ বিষয়ে হয়তবা পুরো পুলিশ বাহিনী জানতো না, পুলিশ বাহিনী জেনে পদক্ষেপ নেবে না এমন ঘটনার কোনো কারণ নেই।



 

Show all comments
  • Nur- Muhammad ২ জুলাই, ২০১৭, ১০:৪৯ পিএম says : 0
    এই ক্ষেত্রে সৎ ও দলবাজী হতে মুক্ত থাকলে জঙ্গি পুরা পুরি নির্মূল হবে। ধন্যবাদ মাননীয় আইজিপি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ