Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৭, ২:০০ পিএম | আপডেট : ২:১১ পিএম, ২ জুলাই, ২০১৭

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন মনে করলে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনে সেনা মোতায়ন করবে। নির্বাচন কমিশনের নির্দেশে সেনাবাহিনী মোতায়েন করা হবে।’

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ঈদুল ফিতরের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দাবির প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তার (খালেদা জিয়া) শাসনামলে অনেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচন গুলোয় তিনি যেভাবে সেনাবাহিনী নিয়োগ করেছিলেন আমরাও সেভাবেই করবো। তিনি নিজে যেটা প্রাকটিস করেননি, সেটা করতে অন্যকে চাপ দেন কিভাবে?’

বাংলাদেশিদের সুইস ব্যাংকে টাকা রাখার বিষয়ে তিনি আরও বলেন, ‘তারেক-কোকোর কেচ্ছা কাহিনী শুধু দেশে নয় সারা পৃথিবীর মানুষ জানে। এফবিআই, সিঙ্গাপুরের আদালত, যুক্তরাষ্ট্রের আদালত দ্বারা তা প্রমাণিত। আমাদের এ ধরনের কোনও রেকর্ড নেই।’



 

Show all comments
  • Nur- Muhammad ২ জুলাই, ২০১৭, ২:২১ পিএম says : 1
    ধন্যবাদ জনাব কাদের, দেশের সব জায়গায় বিতর্ক আছে। শুধু আমাদের সেনাবাহিনী এখন ও বিতর্কের উর্দ্ধে আছে। তবে এই চাওয়া যদি রকিব মার্কা চাওয়া হয়, তা হলে কোন কাজেই আসবে না। ঢাকা সিটি নির্বাচনে রকিব সাহেব সেনাবাহিনী নিলো, সেনাবাহিনী সেনানিবাসেই রইল। নির্বাচনী মাঠে আসলো না। জনগণ সেনাবাহিনী দেখল না। এতে নির্বাচনে সেনাবাহিনীর কোন প্রতিফলই হলো না। এতে ক্ষমতাশীলদের ক্ষমতাই প্রবল হলো। তাই এই সব আই ওয়াস করে লাভ নাই। প্রকৃত ভাবে সেনাবাহিনী মাঠে নামায়ে নিরপেক্ষ নির্বাচন দিন, জনগণের ভোটাধিকার ফিরে দিন। ধন্যবাদ।সবায়কে ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ