পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জঙ্গিরা চিহ্নিত হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার সকাল ১১টায় হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার বর্ষপূর্তি উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ সব কথা বলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘উগ্রবাদ মোকাবিলা কোনও একক ব্যক্তি বা সংগঠনের কাজ না। আমরা আগেও বলেছি, সামগ্রিকভাবে উগ্রবাদ মোকাবিলা করতে হবে। কিন্তু ক্ষমতাসীনদের পক্ষ থেকে সেরকম কোনও উদ্যোগ দেখছি না।’
মহাসচিব বলেন, ‘আমাদের আবহমান বাংলার যে সাম্প্রতিক বন্ধন, তাতে কালিমার তিলক দিয়েছে এই গুলশান হামলা। ক্ষমতাসীনদের পক্ষ থেকে যখনই বলা হয় উগ্রবাদ নির্মূল করা হয়েছে, তখনও দেশের কোথাও না কোথাও উগ্রবাদের হিংসাত্মক থাবা পড়ছে।’
এখনও গুলশান হামলা মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি অভিযোগ করে তিনি বলেন, ‘প্রশাসন কী কাজ করছে আমরা তা জানি না। আমরা সরকারের কাছে দাবি করবো জঙ্গিদের নেটওয়ার্ক কোথায় তা খুঁজে বের করে নির্মূল করুন। কোনও ধরনের রহস্যের যেন সৃষ্টি না হয়। ঘটনার পর বিদেশের বিভিন্ন সংগঠন আইএস, আইএস করছে, কিন্তু সরকার বলছে হামলাকারীরা আইএস নয়। সাধারণ মানুষের এ সন্দেহ দূর করা উচিৎ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।