Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ধর্ম কখনও কারো বিরুদ্ধে বিদ্বেষ শেখায় না -কবি ইকবালকে উদ্ধৃত করে বললেন মনমোহন

| প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতীয় স্বার্থেই ঐক্যবদ্ধ হওয়া উচিত। সব ভারতীয়কে এক হয়ে দেশের স্বার্থ রক্ষা করতে হবে। বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। কবি ইকবালকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘মাযহাব নেহি সিখাতা আপস মেঁ ব্যার রাখনা’ যার মানে ধর্ম কখনও শেখায় না একে অপরকে ঘৃণা করতে। মনমোহন আরও বলেন, গরুর নাম করে মানুষ খুন গান্ধী কখনও সমর্থন করতেন না। গত বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গো-রক্ষকদের নিন্দা করে বিবৃতি দেন। তিনি বলেন, গো-রক্ষার নামে হত্যা কখনওই সমর্থনযোগ্য নয়। গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রীও বিবৃতি দিলেন একই বিষয়ে। তবে তার আশঙ্কা, দেশে ধর্মের নামে যে ‘পরিবেশ’ তৈরি হয়েছে তা নিয়ে। মনমোহন বলেছেন, আমাদের এমন পথে হাঁটা প্রয়োজন যা দেশের সংবিধান ও আইনসম্মত। এ জন্য মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানো উচিত। জাতীয় স্বার্থেই দেশবাসীর উচিত, একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা। সূত্র : এবিপি আনন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ