Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র : আর্থিক বছর

| প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

পরাধীন মনোবৃত্তির লোকেরা বলতে পারেন, বহু দেশেই আর্থিক বছর জুলাই-জুন হিসাব করা হয়, তাহলে আমরা এর বাইরে যাব কীভাবে। বিদেশের সঙ্গে আমাদের দেশের আর্থিক বছর সমন্বয় করে নিতে হবে।
ইংরেজদের আগে আমাদের অঞ্চলে আর্থিক বছর ছিল বৈশাখ-চৈত্র মাস। ইংরেজরা এসে জুলাই-জুন কালপর্বকে আর্থিক বছর বানাল। ইংরেজরা বর্ষাকালে জনগণের দুর্ভোগের কথা আমলে নেয়নি। আমাদের যখন দিন, তখন অনেক দেশেই রাত। তাই বলে আমরা কি রাতে অফিস করি?পৃথিবীর অনেক দেশেই শনি ও রোববার সাপ্তাহিক ছুটি। আমাদের দেশে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুট, যদিও এটা করার সময় অনেকে আপত্তি তুলেছিলেন।
কিন্তু এতে আমাদের কাজে তেমন অসুবিধা হচ্ছে না। বৈশাখ-চৈত্র আর্থিক বছর করা হলে অনেকে আপত্তি তুলতে পারে। কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে এবং শুষ্ক মৌসুমের সুবিধা কাজে লাগানো গেলে জনগণ এটা মেনে নেবে। তখন অন্তত বর্ষাকালে উন্নয়নযজ্ঞের ভোগান্তি সইতে হবে না।
আবুল খায়ের, ঢাকা।


বায়ুদূষণ
দূষিত বায়ুর কারণে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য ব্যাপক হুমকির মুখে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিøউএইচও) জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগ এই সতর্ক বার্তা দিয়েছে। ২৭ সেপ্টেম্বর ২০১৬ ডবিøউএইচও জানায়, দূষিত বায়ুর কারণে বিশ্বে প্রতি ১০ জনের নয়জনই স্বাস্থ্য হুমকির মুখে আছে।
পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহŸান জানিয়ে সংস্থাটি জানায়, বিশ্বে প্রতিবছর ৬০ লাখ মানুষের মৃত্যুর প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ দূষিত বাতাস। অতীত কালেও মানবসমাজে রোগ, মৃত্যু ও মহামারি ছিল, কিন্তু বায়ুদূষণজনিত মৃত্যু ছিল না। পরিবেশ ছিল নির্মল। মনুষ্য সৃষ্ট নানা কারণে পরিবেশ দূষিত হচ্ছে। গবেষণায় দেখা গেছে, উন্নত পাহাড়ী অঞ্চলের মানুষেরা দীর্ঘজীবী। অর্থাৎ দীর্ঘজীবী হতে হলে বায়ু দূষণমুক্ত রাখতে হবে। আমাদেরপ্রচুর গাছ লাগাতে হবে। নিরাপত্তাব্যবস্থাসংবলিত কলকারখানা স্থাপন করতে হবে। সেই সঙ্গে দেশের জনসংখ্যা বৃদ্ধির রাশ টেনে ধরতে হবে।
আহমদ রহিম, রংপুর।

চাকরির বয়স
দেশে বর্তমানে বেকার সংখ্যা কোনো কোনো হিসাবে প্রায় ৪৪ লাখ। এর মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর যুবকই বেশি। সেশন জটসহ অন্যান্য কারণে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে ছাত্রছাত্রীর বয়সপ্রায় ২৭ বছর হয়ে যায়। দেশে চাকরিতে প্রবেশের বয়স ৩০ হওয়ায় সীমিতসংখ্যক চাকরি না পেয়ে অধিকাংশ শিক্ষিত যুবক বেকার হয়ে সমাজে মর্যাদা পায় না। অনেকে বিপথে পা বাড়ায়। এ দেশের মানুষের গড় আয়ু বর্তমানে প্রায় ৭২ বছর। তা সত্তে¡ও পৃথিবীর উন্নত ও স্বল্পোন্নত দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৪০ বছর হলেও বাংলাদেশে তা ৩০ বছর। গড আয়ুর দিক বিবেচনা নিলে চাকরিতে প্রবেশকাল ৪০ বছর করা হলে অসুবিধা হওয়ার কথা নয়। এতে সরকার অনেক পরিণত মানুষকে চাকরিতে পাবে। চাকরিতে প্রবেশের বয়স বাডানোয় সরকারের আর্থিক ক্ষতি নেই। তাই এটি বাস্তবায়ন করতে সমস্যা কী?
মো. শাহজাহান খন্দকার, কুমিল্লা।

কয়েনের ব্যবহার
কয়েনের ব্যবহার দিনকে দিন কমে যাচ্ছে। ইদানীং কয়েন সংগ্রহকারীরা বিপদে পড়েছেন। কারণ, দোকানি ও ব্যাংক কেউই কয়েন নিতে চায় না। এমতাবস্থায় কয়েন সংগ্রাহকেরা নিজেদের অপরাধী মনে করেন। সরকার প্রবর্তিত কয়েন বা কাগুজে নোট যখন বাতিল করা হয়, তখন নোটিশ বা খবরের মাধ্যমে সর্বসাধারণকে অবগত করা হয়। জানা মতে, সরকার এখনো কয়েন বাতিলের নোটিশ জারি করেনি। তাহলে দোকানি বা ব্যাংক কয়েন নেবে না কেন? কয়েন সংগ্রহের সঙ্গে এ দেশের কুমার ও প্লাস্টিক শিল্পেরশ্রমিকেরা জড়িয়ে আছেন। তাঁরা তালা, ফল, পশু, পাখি ইত্যাদি মডেলের ব্যাংক তৈরি করে বাজারজাত করেন। এখন যদি দোকানি বা ব্যাংক কয়েন গ্রহণ না করে, তাহলে মানুষ কয়েন জমানোয় নিরুৎসাহিত হবে।
এ অবস্থায় সরকারের উচিত হবে ব্যাংক ও দোকানিদের কয়েন গ্রহণে উৎসাহিত করা। অথবা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েন না নেওয়ার জন্য শাস্তির বিধান করা। কর্তৃপক্ষ যত দ্রæত পদক্ষেপ নেবে, ততই জনগণের ভোগান্তি কমবে।
মো. নূরুন্নবী, টাঙ্গাইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন