Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদযাত্রায় বিড়ম্বনা সহনীয় পর্যায়ে - নেপথ্যে মন্ত্রী ওবায়দুল কাদেরের অক্লান্ত পরিশ্রম

| প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ঈদের দুদিন আগেই ঈদযাত্রার বিড়ম্বনা সহনীয় পর্যায়ে চলে এসেছে। মহাসড়কে আর আগের মতো চাপ নেই, যানজট নেই। ঘরমুখি মানুষ এখন অনেকটা স্বস্তিতে ফিরতে পারছে। এসব কিছু সম্ভব হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে। প্রতিবারের মতো এবারও তিনি গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। মহাসড়কে যেসব স্থানে যানজটের সৃষ্টি হয়েছে সে সব স্থানে ছুটে গেছেন। তাৎক্ষণিকভাবে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। যাত্রীদের খোঁজ খবর নিতে ছুটে গেছেন রাজধানীর বাস টার্মিনালগুলোতে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল শনিবার টেলিফোনে ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সাথে টেলিফোনে অগ্রিম ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় তিনি ঈদে ঘরমুখি যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান। মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, যেহেতু দুদিন আগেই সব কিছু সহনীয় পর্যায়ে চলে এসেছে সেহেতু শেষ মুহূর্তের যাত্রায় আর কোনো ভোগান্তি হবে না। জবাবে ইনকিলাব সম্পাদক মন্ত্রী ওবায়দুল কাদেরকে বলেন, ঈদের আগে লাখ লাখ মানুষ রোজা রেখে বাড়ির পথে রওনা করে। তারা স্বস্তিতে ফিরতে পারলে আপনার জন্য ও দেশের জন্য দোয়া করবে। আপনি তাদের ভালোবাসাও পাবেন। এ সময় ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন মন্ত্রী ওবায়দুল কাদেরের সাফল্য কামনা করেন।
মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত যেকোনো বছরের তুলনায় এবার ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন। যাত্রীদের কাছ থেকে কোথাও কোন বাড়তি ভাড়া আদায় করা হচ্ছেনা বলেও জানান মন্ত্রী।
গতকাল শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, গত ১০ বছরের তুলনায় এবার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার রাস্তা অনেক ভালো। ফলে উত্তরবঙ্গের যাত্রী এবার একটু হলেও আরামে বাড়িতে যেতে পারছে। এক কথায় বলাই যায়, আমরা এবার যানজট সহনীয় পর্যায়ে রাখতে পেরেছি।
ড্রাইভারদের সব সময় সতর্কভাবে গাড়ি চালাতে হবে জানিয়ে কাদের বলেন, ঝুঁকি নিয়ে কখনো গাড়ি চালানো যাবে না এবং ঝুঁকি নিয়ে কখনো কোনো যাত্রী গাড়িতে ওঠবেন না। এবারের ঈদে রাস্তাঘাট অনেক ভালো।
যাত্রীদের কাছ থেকে বেশী ভাড়া নেয়া হচ্ছে সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে আমি কোনো অভিযোগ পাইনি।
রংপুরে সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক ঘটনা। এদের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে। পরিবারগুলো পথে বসে যাবে।
এসময় কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ বাস-ট্রাক মালিক সমিতির নেতাকর্মীরা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ