Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০৪১ সালে মাথাপিছু আয় হবে ১২ হাজার ডলার -প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৭, ৩:৩৩ পিএম

২০৪১ সালে স্বাধীনতার ৭০তম জয়ন্তীতে বাংলাদেশের অর্থনীতির আকার ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ১২ হাজার ডলারে উন্নীত হবে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ বুধবার সংসদে প্রধানমন্ত্রী নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের বাংলাদেশের অর্থনীতি এশিয়ার আঞ্চলিক অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। বাংলাদেশের অনুসৃত উন্মুক্ত অর্থনীতি উপ-আঞ্চলিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উইন-উইন অবস্থান তৈরি করে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে।

শেখ হাসিনা বলেন, সে লক্ষ্যে শিল্প বিকাশ ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে বর্তমান সরকার বিদ্যমান বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, শিল্পে বিভিন্ন পরিসেবা, ভূমির নিশ্চয়তা, প্রতিযোগিতামূলক প্রণোদনা এবং ওয়ান স্টপ সার্ভিস-প্রদানসহ বিনিয়োগ বান্ধব আইন ও নীতিমালা প্রণয়ন করেছে।

তিনি বলেন, এ পর্যন্ত চারটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত লাইসেন্স প্রদান করা হয়েছে। এগুলো হচ্ছে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইকোনমিক জোন ও আমান ইকোনমিক জোন, মুন্সিগঞ্জের গজারিয়ায় আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল, গাজীপুরের কোনাবাড়ীতে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল। এছাড়া ১০টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে এ পর্যন্ত মোট বিনিয়োগের পরিমাণ ৯০৪.১১ মিলিয়ন মার্কিন ডলার। বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে মোট কর্মসংস্থানের পরিমাণ ৭ হাজার ৭৮১ জন।

বিদ্যুৎ নিয়ে করা সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালের মে থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন সরকারের মেয়াদে দেশে মোট ১৩ হাজার ৫৯৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছে। কিন্তু পুরানো বিদ্যুৎকেন্দ্র বিভিন্ন সময়ে অবসরে যাওয়ার কারণে বর্তমানে জাতীয় গ্রিডে ১৩ হাজার ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের স্থাপিত ক্ষমতা ক্যাপটিভসহ ১৫ হাজার ৩৫১ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

এ সময় বিভিন্ন সরকারের মেয়াদে জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বিদ্যুতের পরিমাণ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর তথ্য অনুযায়ী, ১৯৭২-১৯৮১ সালে ২৮৬ মেগাওয়াট, ১৯৮২-১৯৯০ সালে ১ হাজার ৫৮৮ মেগাওয়াট, ১৯৯১ সালের মার্চ-১৯৯৬ সালের মার্চ পর্যন্ত ৫৮৮ মেগাওয়াট, ১৯৯৬ সালের জুন হতে ২০০১ সালের জুলাই পর্যন্ত ১ হাজার ২০৮ মেগাওয়াট, ২০০১ সালের অক্টোবর হতে ২০০৬ সালের অক্টোবর পর্যন্ত ১ হাজার ২৪০ মেগাওয়াট, ২০০৬ সালের অক্টোবর হতে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৪৬ মেগাওয়াট এবং ২০০৯ সালের জানুয়ারি হতে ২০০৭ সালের মে পর্যন্ত ৮ হাজার ৩৪০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।



 

Show all comments
  • সাঈদ, মুক্তিযোদ্ধা ২১ জুন, ২০১৭, ৬:৫৩ পিএম says : 0
    ২০৪১ সালে স্বাধীনতার ৭০তম জয়ন্তীতে বাংলাদেশের অর্থনীতির আকার ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার এবং মাথাপিছু আয় প্রায় ১২ হাজার ডলারে উন্নীত হবে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা হবে গড় আয় কিন্তু দেশের শতকড়া ৮০ জনই বঞ্ছিত থাকবেন আর বাকী সব সম্পর চলে যাবে শতকরা ২০ জনের পকেটে। এই বৈষম্যকে কি দূর করা যায় না ?
    Total Reply(1) Reply
    • harun ur rashid ২১ জুন, ২০১৭, ১০:২৭ পিএম says : 4
      THIS IS THE DEMERIT OF CAPITALISM ECONOMICS.
  • harun ur rashid ২১ জুন, ২০১৭, ৮:৪৪ পিএম says : 0
    This is very hopeful message for all the nations. OUR PRIME MINISTER IS LIKE as LADY WITH LAMP. who indicate us shinning path. We pray her long live with good health and sound mind.
    Total Reply(0) Reply
  • ২১ জুন, ২০১৭, ৯:০৫ পিএম says : 0
    ২০৪১ সাল পযর্নত যদি আওয়া মীলীগ কমতায় থাকে তাহলে এদেশের মানুষের মাথাই থাকবেনা
    Total Reply(0) Reply
  • Miah Muhammad Adel ২১ জুন, ২০১৭, ১১:৪৯ পিএম says : 0
    ঐ সময়ের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে্। ভবিষ্যৎ কেউ-ই বলতে পারে না। ততেদিনে বংলাদেশে নদ-নদী থাকার কথা না যে ভাবে এগুলো পনিশূণ্যতা্য় ও পানিস্বল্পতায় ভুগে থাকে। পয়সা দিয়ে পানি কেনা যাবে না। ভূগর্ভস্থ সেচের পানির প্রায়ই অর্ধেকটা বাষ্পীভবনে হারিয়ে গিয়ে আকাশ বজ্র মেঘের জন্ম দিয়ে থাকছে। এমনটি চলতে থাকলে বজ্রপাতে জানমালের অনেক ক্ষয়ক্ষতি হতে থাকবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ