পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : রমজান মানুষের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সুসম্পর্কের পসরা নিয়ে উপস্থিত হয়। মানুষে মানুষে বাড়ে সম্পর্ক। মুসলিমদের সাথে সম্পর্ক দৃঢ়করণের লক্ষ্যে চলতি রমজানে এক ইফতার পার্টির আয়োজন করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। প্রদেশের রাজধানী পাটনায় তার সরকারি বাসভবনে এ ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব ও রাবড়ী দেবী, গভর্নর ও বিজেপি ঘোষিত প্রেসিডেন্ট পদপ্রার্থী রামনাথ কোবিন্দ এবং রাজ্যের মন্ত্রীরা। অনুষ্ঠানে নীতিশ কুমার সমাজে শান্তি, বন্ধুত্ব ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রার্থনার আহŸান জানান। তিনি রাজ্যের অগ্রগতির জন্যও প্রার্থনা করেন।
প্রতি বছর রমজান মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে এ ধরনের ইফতার পার্টির আয়োজন করা হয়। ‘তিনি বলেন, আজ এই ইফতারে যারা শরিক হয়েছেন তাদের আমি আমার অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। আমি সবাইকে স্বাগত জানাই এবং এ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাই’ -নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে বলেন নীতিশ কুমার। ইফতারে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক নেতা, কর্মী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এ উপলক্ষে লালুপ্রসাদ যাদব সবাইকে শুভেচ্ছা জানান। সূত্র : পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।