Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে নাশকতার কোনও আশঙ্কা নেই -স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা :আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ঈদুল ফিতরের দিন আইনশৃঙ্খলা বাহিনী ঈদ জামাতসহ দেশে সর্বত্র সতর্ক অবস্থায় থাকবে। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার কোস্টগার্ড সর্বদা সতর্ক থাকবে। এবার ঈদে কোনও ধরনের নাশকতার আশঙ্কা নেই। গতকাল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল ফিতরের দিন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অন্যদিকে মহাসড়কে যানজট এড়াতে তৈরি পোশাকশিল্প কারখানার শ্রমিকদের ২২ জুন থেকে ২৫ জুন পযন্ত পর্যায়ক্রমে ছুটি দিতে মালিকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রোববার সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন, পুলিশের আইজি শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় কেন্দ্র্রীয়ভাবে হাইকোর্টের সামনে জাতীয ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সিসিটিভিসহ সব ধরনের নিরাপত্তা সামগ্রীসহ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে কাজ করবে। অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতবছর অনাকা্িক্ষতভাবে কিশোরগঞ্জের শোলাকিয়ায় একটি ঘটনা ঘটেছে। তবে এ বছর এ ধরনের কোনও ঘটনার আশঙ্কা নেই। সেখানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সূত্র জানায়, ছুটির আগেই পোশাক শ্রমিকদের বেতন-ভাতাসহ যাবতীয় পাওনা পরিশোধ করারও নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এসব বিষয়ে একমত হয়েছেন মালিকপক্ষ। এ ছাড়া ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘœ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকবেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ