Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

গাড়ি বহরে হামলার তদন্ত হবে -পুলিশ সুপার

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার তদন্ত হবে জানিয়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনার বলেছেন, হামলায় কারা জড়িত তা খুঁজে বের করা হবে। যারা এ হামলা করেছে তা অন্যায় মন্তব্য করে তিনি বলেন, এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। বিএনপি নেতারা এ বিষয়ে কোন মামলা বা অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। গতকাল (রোববার) পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ঘটনার পর পুলিশ মহাপরিদর্শক এ বিষয়ে জানতে চেয়েছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ সুপার বলেন, হামলায় কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কি ছিল তার তদন্ত শুরু হয়েছে। পাহাড় বিধ্বস্ত রাঙ্গামাটিতে ত্রাণ বিতরণের উদ্দেশে যাওয়ার সময় গতকাল রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়। এতে মহাসচিবসহ কেন্দ্রীয় ৬ নেতা ছাড়াও আরও বেশ কয়েকজন কর্মী আহত হয়। বিএনপি এ ঘটনার জন্য রাঙ্গুনিয়ায় সরকার দলীয় ক্যাডারদের দায়ী করেছে।



 

Show all comments
  • ১৯ জুন, ২০১৭, ২:২৩ এএম says : 0
    লোক দেখানো তদন্ত না হলে আম জনতার মাথার গ্যাস্ট্রিক চলে যাবেনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ