Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএমএ’র ডাকে সারাদেশে ডাক্তারদের প্রাইভেট প্রাক্টিস বন্ধ রোগীদের ভোগান্তি

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের চিকিৎসা প্রতিষ্ঠান ও চিকিৎসকদের ওপর বিভিন্ন সময় হামলার প্রতিবাদ ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সারাদেশে সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র আহবানে চিকিৎসকরা এই কর্মসূচি পালন করছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে চিকিৎসা নিতে এসে সীমাহীন দুর্ভোগ আর অনিশ্চয়তায় পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। রোগীদের জিম্মি করে এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করে দাবি আদায়ে ভিন্ন উপায় অবলম্বে চিকিৎসকদের প্রতি আহবান জানিয়েছেন রোগীর।
বিএমএর’র পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ছয়টা থেকে শুরু হয় চিকিৎসকদের প্রাইভেট প্রাক্টিস বন্ধ কর্মসূচি। বিএমএ ঘোষিত এই কর্মসূচিতে স্বতস্ফ‚র্ত ভাবে অংশগ্রহণ করেছেন চিকিৎসকরা। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সকল প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকসমূহের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন চিকিৎসকরা। ফলে দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগীরা পড়েন ভোগান্তিতে। এমনকি পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী অনেক রোগী বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে গিয়েও ফিরে আসতে হয়েছে।
রাজধানীর প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের নিজস্ব চিকিৎসকরাও ধর্মঘটে সাড়া দিয়ে বিরত ছিলেন নিয়মিত দায়িত্ব পালন থেকে। রোগ নির্ণয়সহ চিকিৎসা বিঘিœত হওয়ায় অসহায়ত্ব প্রকাশ করেছে এসব হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে, কর্মবিরতিতে রোগীরা সীমাহীন দুর্ভোগে পড়লেও চিকিৎসকদের দাবি, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকলেও চালু রয়েছে সরকারি হাসপাতালের জরুরী সেবা।
সরেজমিনে রাজধানীর বিভিন্ন হাসপাতালে গিয়েও দেখা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারের সামনে অভ্যর্থনাকারীরা বসে থেকে বা গল্প করে সময় কাটাচ্ছেন। আবার কোন কোন চেম্বারের সামনে কাউকে পাওয়া যায়নি। রাজধানীর চেম্বারকেন্দ্রীক হাসপাতাল বিশেষ করে ল্যাবএইড, পপুলার, সেন্ট্রাল, গ্রীন লাইফ, মর্ডান, কমফোর্টসহ সব ক্লিনিক ও হাসপাতালে একই অবস্থা দেখা গেছে। কর্তব্যরতরা জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রোগীদের সিরিয়াল দেয়া ও চেম্বারে রোগী পাঠাতে পাঠাতে হাপিয়ে উঠতে হয়। কিন্তু আজকের চিত্র একবারেই ভিন্ন। গ্রীন লাইফ হাসপাতাল থেকে জানানো হয়, রোববার সেখানে কোন চিকিৎসকই রোগী দেখবেন না।
তবে রাজধানীর স্কয়ার, ইউনাইটেড ও এপোলো হাসপাতালে দেশী-বিদেশী চিকিৎসকরা তাদের মতো করে রোগী দেখেছেন বলে জানান গেছে। স্কয়ার ও এপোলো হাসপাতালের হট নম্বরে ফোন করলে বিষয়টি নিশ্চিত করেছে তারা।   
বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ভারপ্রাপ্ত মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলন শনিবার এক বিবৃতিতে পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালনের পাশাপাশি সব ধরনের জরুরি চিকিৎসা অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রসঙ্গত সম্প্রতি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলা-মামলার প্রতিবাদে মাসব্যাপী প্রতিবাদ সভা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএমএ। এর আগেও গত ২৩ মে অর্ধদিবস চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এছাড়া কালো ব্যাজ ধারণ, প্রতিবাদ সভা, মানববন্ধনসহ মাসব্যাপী অন্যান্য কার্যক্রম পরিচালকনা করছে সংগঠনটি।
কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে বিএমএ’র ভারপ্রাপ্ত মহাসচিব প্রফেসর ডা. কারু“ল হাসান মিলন বলেন, রাজধানীসহ সারাদেশে চিকিৎসকরা বিএমএ’র আহবানে সাড়া দিয়ে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছে। রাজধানীতের স্বস্ফ‚র্তভাবে এই কর্মসূচি পালিত হচ্ছে। তবে দু’একটি পাঁচ তারকা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা এই কর্মসূচি পালণ থেকে বিরত থেকেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ