Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজ লঙ্কা পাওয়ার কোম্পানীকে ১৬০ কোটি টাকার শেয়ারের ব্যবস্থা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

| প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৭, ১২:০০ এএম

এলটিএল হোল্ডিংস লিমিটেড, শ্রীলঙ্কা-এর সহযোগী সংস্থা রাজ লঙ্কা পাওয়ার কোম্পানী লিমিটেড এর জন্য সম্প্রতি ১৬০ কোটি টাকার নন-কনভারটেবল রিডেমেবল কম্যুলেটিভ প্রিফারেন্স শেয়ারের ব্যবস্থা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। কোম্পানীটি নাটোরে একটি ৫৩ মেগাওয়াট ভারী জ্বালানী তেল (এইচএফও) চালিত আইপিপি পাওয়ার প্লান্ট পরিচালনা ও রক্ষনাবেক্ষণ করে থাকে।এরকম প্রেফারেন্স শেয়ার ট্রান্জাকশন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ প্রথমবারের মত লিড অ্যারেঞ্জার হয়েছে। কোম্পানীর সামগ্রিক খরচ কমাতে পূর্বের প্রেফারেন্স শেয়ারকে পূনঃঅর্থায়ন করার লক্ষ্যেই মূলত এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।এটিতে ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং কর্পোরেটগুলি থেকে লেনদেনের বিনিয়োগে একটি বৈচিত্রময় মিশ্রণ রয়েছে, যা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে বিভিন্ন বিনিয়োগকারী এবং ইস্যুয়ারদের দৃঢ় সম্পর্কের প্রমাণ বহন করে।সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলটিএল হোল্ডিং লিমিটেড এর সিইও জনাব জয়ওয়ার্দনাত, রাজ লঙ্কা পাওয়ার কোম্পানী লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর এম জে এম এন মারিক্কার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর সিইও আবরার এ আনোয়ার, হেড আব কমার্শিয়াল ব্যাংকিং এনামুল হক, হেড অব ফিনান্সিয়াল মার্কেট আলমগীর মোর্শেদ এবং হেড অব ক্যাপিটাল মার্কেট মো. মারুফ উর রহমান মজুমদার। এছাড়াও বিনিয়োগকারীগণ, আইনজীবী, রেটিং এজেন্সি, স্ট্যা›ডার্ড চার্টার্ড ব্যাংক ও রাজ লঙ্কা পাওয়ার কোম্পানী লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ