Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নিখোঁজ ৩ যুবক জঙ্গি কিনা নিশ্চিত নয় পুলিশ -আইজিপি

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর বনানীর নিখোঁজ তিন যুবক জঙ্গিকর্মকান্ডে জড়িয়েছে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক। গতকাল শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনস কেন্দ্রীয় মসজিদে আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ সব কথা বলেন। গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের নির্মূলে সফল হয়েছে দাবি করে তিনি বলেন, ঈদের সময় দেশে কোনও ধরনের জঙ্গি হামলারও আশঙ্কা নেই। আজান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৩ প্রতিযোগীর মধ্যে ঢাকা মহানগর পুলিশের নায়েক সাইফুল ইসলাম প্রথম, নৌ পুলিশ ঢাকার এ এস আই এম মহিউদ্দিন দ্বিতীয় ও বরিশাল জেলা পুলিশের এ এস আই আবুল বাসার তৃতীয় স্থান অর্জন করেন। কিরাত প্রতিযোগিতায় ২৩ প্রতিযোগীর মধ্যে রাঙ্গামাটি জেলার এ এস আই রুহুল আমিন প্রথম স্থান, সিলেট মহানগর পুলিশের কনস্টেবল মজিবুর রহমান দ্বিতীয় ও ঢাকা মহানগর পুলিশের নায়েক সাইফুল ইসলাম তৃতীয় স্থান অর্জজন করেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলামের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় ১৪ জন অংশ নেন। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের এ এস আই জাহাঙ্গীর আলম প্রথম স্থান, পুলিশ সদর দফতরের উচ্চমান সহকারী মোহাম্মদ আনিসুর রহমান দ্বিতীয় স্থান এবং সিআইডি’র স্টেনো টাইপিস্ট ওমর ফারুক তৃতীয় স্থান অর্জন করেন। ডিআইজি মহসিন হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান ও রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি আবুল কাশেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ