Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টি উপেক্ষা করে মসজিদে মসজিদে মুসল্লির ঢল

রমজানের তৃতীয় জুমা

| প্রকাশের সময় : ১৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রমজানের তৃতীয় জুমায় বৃষ্টি উপেক্ষা করে মসজিদে ছিলো উপচেপড়া ভীড়। আল্লাহর রহমতের আশায় মসজিদগুলোতে যুবকদের উপস্থিতিও ছিল লক্ষ্যনীয়। এ পবিত্র মাহে রমজানে আল্লাহ ও রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাজি খুশি করার সুবর্ণ সুযোগ কাজে লাগাতে রমজান মাসে মুসলমানরা অধিক পরিমাণে এবাদত বন্দেগী করে থাকেন, আর তাই গতকাল রমজানের তৃতীয় জুমাবারেও রাজধানীসহ সারা দেশের লাখ লাখ মসজিদে নামাজিদের ছিলো উপচেপড়া ভীড়। লক্ষ্যণীয় ছিলো তরুণ নামাজীদের ব্যাপক উপস্থিতির। বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। ইসলামকে মনে-প্রাণে ভালোবাসার কারণে এদেশে গড়ে উঠেছে লাখ লাখ মসজিদ মাদরাসা খানকাহ ও ইসলামী কেন্দ্র। এসব প্রতিষ্ঠানে এবাদত বন্দেগী করে থাকেন এদেশের কোটি কোটি ধর্মপ্রান মুসলমান। শুক্রবার এলেই মুসলমানদের মধ্যে জুমার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর দিদারের আশায় যুবক-বৃদ্ধ সকল বয়সের মানুষের মধ্যে একটা বাড়তি আগ্রহ দেখা দেয়। আর গতকাল শুক্রবার রমজানের তৃতীয় জুমা হওয়ায় সকলের আগ্রহ বেড়ে যায় বহুগুনে। মাহে রমজানের বিশেষ ইবাদাতের মাধ্যমে দিদারে এলাহী লাভ করে জান্নাত পাওয়ার বিশেষ সুযোগের কারণে রমজানের জুমাবারের গুরুত্ব ও ফযীলত অধিক। গতকালের জুমার নামাযে অধিক সংখ্যক মুসল্লির সমাগম লক্ষ্যনীয় ছিলো অন্যান্য জেলা উপজেলা পর্যায়ের মসজিদ সমূহেও। অধিকাংশ মসজিদে জুমার জামাতে অংশ নিতে মুসল্লিগণের জন্য অতিরিক্ত জায়নামাযের ব্যবস্থা করা হয়েছিলো। বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করলেও কারো মধ্যে ছিলনা কোন বিরক্তি। বৃষ্টিকেও অনেকেই আল্লাহর রহমত বলে মনে করেছেন। মুসলিম বিশ্ব ও বাংলাদেশের রোজাদার মুসলমানগণ রমজানের জুমাবারকে অধিক গুরুত্ব দিয়ে এবাদত বন্দেগী করে থাকেন। রমজানের এই গুরুত্বের কারণে গত তিনটি জুমাবারের মতো তৃতীয় জুমাবারেও নামাযে মুসল্লিদের ঠাই দিতে পারে নি রাজধানীর মসজিদসমূহ। গতকাল বায়তুল মোকাররম ও মহাখালীস্থ মসজিদে গ্ওাসুল আযমের চিত্র ছিলো অনেকটা ভিন্ন। জুমার নামাযে আগত রোযাদার মুসল্লীদের ঠাই হয়নি মহাখালীস্থ মসজিদে গ্ওাসুল আযমের অভ্যন্তরে। মহাখালিস্থ মসজিদে গাউসুল আযমের বিশাল আয়তনও যেন ক্ষুদ্র হয়ে গিয়েছিলো মুসল্লিদের সমাগমে। মহিলাদের পৃথক মসজিদসহ সমগ্র মসজিদে শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা মসজিদের ভেতরে ঠাঁসা পৃথকভাবে পুরুষ ও মহিলা মুসল্লিগণের জন্য অনেকটা স্বস্তিদায়ক। গতকাল জুমার দিনে জুমার নামাযের জামাতে অংশ নিতে আসা মুসল্লিপণের অধিকাংশই মসজিদের ভেতরে ঠাই না পাওয়ায় তারা মসজিদের বাইরের অঙ্গনে জুমার জামাতে নামায আদায় করেছে । জুমার জামাত শেষে মুনাজাতে অংশ নিয়ে রোযাদার মুসলমানগণ নিজেদের গুনাহ মাফের জন্য মহান আল্লাহর দরবারে নিজদেরকে সঁপে দিয়ে চোখের পানি ফেলেছেন। মুনাজাতে ইসলাম, দেশ ও জণগণের কল্যাণ কামনা করা হয়। পাহাড় ধসে হতাহতের ঘটনায়ও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়।



 

Show all comments
  • সোলায়মান ১৭ জুন, ২০১৭, ১১:৫২ এএম says : 0
    হে আল্লাহ এই রমজানের উছিলায় তুমি এই দেশের প্রতি রহমত নাযিল করো।
    Total Reply(0) Reply
  • সাব্বির ১৭ জুন, ২০১৭, ১১:৫৩ এএম says : 0
    রমজান মানুষের মাঝে একটা পরিবর্তন এনে দেয়, এটা আমাদের ধরে রাখতে হবে।
    Total Reply(0) Reply
  • রফিক ১৭ জুন, ২০১৭, ১১:৫৪ এএম says : 0
    এই ধরনের নিউজ করায় দৈনিক ইনকিলাবকে ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ