পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেকে এক বাস যাত্রীর কাছ থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাস যাত্রী রাজীব ধর (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসে কক্সবাজার জেলার চকরিয়া থেকে চট্টগ্রাম নগরীতে আসছিলেন রাজীব। মইজ্জ্যারটেক এলাকায় চেকপোস্টে বাসে তল্লাশি করা কালে রাজীবের কোমরে বেল্টের মধ্যে থাকা আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বারগুলোর মোট ওজন এক কেজি ৩২৮ গ্রাম জানিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, এর বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। বারগুলো নগরীর হাজারী গলিতে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন রাজীব। স্বর্ণবার তার নিজের বলে দাবি করলেও এ সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে ওই যুবক স্বর্ণের বাহক মাত্র। এ বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।