পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : খুলে দেওয়া হয়েছে চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় ফ্লাইওভার। মুরাদপুর ফ্লাইওভারের একাংশে গতকাল শুক্রবার বিকেলে থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। তার আগে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম ফ্লাইওভারের লালখানবাজার অংশে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, এই ফ্লাইওভার চালুর ফলে নগরীর এই অংশে যানজট কমে যাবে। অসনীয় যানজট কমাতে ঈদের আগে ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়েছে। পরিক্ষামূলকভাবে ফ্লাইওভারের একাংশে যানবাহন চলাচল করবে। খুলে দেওয়ার পর পর উড়াল সেতুতে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। অনেকে গাড়ি নিয়ে ফ্লাইওভারটি ঘুরে দেখেন। বিগত ২০১৪ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে প্রায় ৫.২ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।