Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

দুর্গতদের জন্য খালেদা জিয়ার ঘরে বসে মায়াকান্না -ওবায়দুল কাদের

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ২:৫৯ পিএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য সরকার যখন পুরোদমে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া ঘরে বসে সরকারের সমালোচনা আর দুর্গতদের জন্য মায়াকান্না করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থেকেও পুরো ঘটনার তদারকি করছেন এবং দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।’

শুক্রবার (১৬ জুন) কুমিল্লার দাউদাকান্দিতে মেঘনা-গোমতী সেতু টোল-প্লাজা অনলাইন ওয়েব বেইজড এক্সেল লোড ওয়েয়িং স্কেল সিস্টেম বর্ধিতকরণ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে অবস্থান করলেও তিনি বা তার দলের নেতারা দুর্গতদের কোনও ধরনের খোঁজ খবর নেননি। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে অবস্থান করলেও এই তথ্য প্রযুক্তির যুগে সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজ খবর রাখছেন। তিনি প্রতিদিনের ত্রাণ তৎপরতা মনিটরিং করছেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে একটি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এবং আমাদের সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘আগামী ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে কোনও প্রকার যানজটে পড়তে না হয় সেজন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের প্রধান প্রধান সড়কগুলোতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এ সময় হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমীন, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলাম, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসূফ সেইন, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • S. Anwar ১৬ জুন, ২০১৭, ৩:১৫ পিএম says : 0
    দেশের রাজনৈতিক অঙ্গনের একজন অতি উচ্চপদস্থ মর্যাদা ও ক্ষমতা সম্পন্ন মন্ত্রীর মুখে প্রতিপক্ষের প্রতি এতো বাজে কথা শোভা পায় না।
    Total Reply(0) Reply
  • Nur- Muhammad ১৬ জুন, ২০১৭, ৩:৪৫ পিএম says : 0
    মাননীয় মন্ত্রী মহোদয়, এটা কি হস্যকর কথা হলো না? মাননীয় প্রধানমন্ত্রী সুদূর সুইডেন থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে দূর্গতদের খোঁজ খবর নিচ্ছে আর মাননীয় সাবেক প্রধানমন্ত্রী দেশে থেকে দেশের ক্ষতিগ্রস্তদের খোজ খবর নিতে পারছে না? জনগণ অনুরোধ করছে, কথায় কথায় খালেদা জিয়ার সমালোচনা না করে, দূর্নীতি দূর করে, জনকল্যানে কাজ করুন। দেশ উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপন বাস্তবায়িত করুন। ধন্যবাদ। সবায়কে ধন্যবাদ।
    Total Reply(0) Reply
  • harun ur rashid ১৬ জুন, ২০১৭, ৫:০২ পিএম says : 0
    Mr. Kader, at least she had right to MAYA KNNA and its also her democratic right!! So, why u objection her.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ