Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতারের সাথে সম্পর্ক ছিন্ন ইসলাম পরিপন্থী কাজ -মাওলানা লোয়েত হোসাইন আল ফিরোজী

| প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলো কর্তৃক কাতারের সাথে সাথে সর্ম্পক ছিন্ন করাকে অমানবিক ও ইসলামী মূল্যবোধের পরিপন্থী বলে বর্ণনা করেছে দারুছছলাম দাওরায়ে হাদীস মহিলা মাদরাসার প্রিন্সিপাল ও জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজী। এক বিবৃতিতে তিনি বলেন, কাতারকে একঘরে করে সর্ম্পক ছিন্ন করা ইসলাম পরিপন্থী কাজ। তিনি সউদী বাদশার প্রতি আহবান জানিয়ে বলেন, ইসলাম ও মুসলিম জাতির বৃহত্তর স্বার্থে উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে বিদ্যমান সংকট সমাধানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করুন। স্মারণ রাখতে হবে ইহুদী-খৃস্টান সম্প্রদায় মুসলমানদের চির শত্রæ, এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। যা স্বয়ং আল্লাহর ঘোষণা। কাফের বেঈমান মুশরিকদের কথায় উদ্ধুদ্ধ হয়ে মুসলিম ঐক্যে ফাটল সৃষ্টি বুদ্ধিমানের কাজ হতে পারে না। তিনি বলেন, বৃহত্তর মুসলিম উম্মাহ’র স্বার্থে কাতারের সাথে সর্ম্পক ছিন্ন করার বিষয়টি প্রত্যাহার করুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ