Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঐক্যবদ্ধ হলে এই সরকারের পতন নিশ্চিত

শফিউল আলম প্রধানের স্মরণ সভায় অধ্যাপিকা রেহানা প্রধান

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০দলীয় জোটের শরিক জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেন ছাত্রদের ইতিহাস ’৫২, ’৬৯, ’৭১ ও ’৯০ এর স্বৈরাচার বিরোধি আন্দোলনের ইতিহাস।
আমি বিশ্বাস করি ছাত্ররা যদি ঐক্যবোদ্ধ হয় স্বৈরাচার এরশাদের মত এই সরকারেরও পতন নিশ্চিত। গতকাল জাগপা ছাত্রলীগ এর ইফতার পূর্ব সমাবেশ থেকে অবিলম্বে ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে তোলার আহŸান জানান।
জাগপা ছাত্রলীগ এর নেতা কর্মীদের উদ্দেশে রেহানা প্রধান বলেন জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধান যে আদর্শ রেখে গেছে সে আদর্শ লালন করে আগামী দিনে দুখী মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তিনি সকল নেতা কর্মী ও দেশবাসীর কাছে শফিউল আআলম প্রধানের রূহের মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন। মরহুম শফিউল আলম প্রধানের ও বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের সম্মানে ইফতার মাহফিল পূর্ব শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারন সসম্পাদক রাকিবুল ইসলাম রুবেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, প্রধান বক্তা জাগপার সাধারন সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বিশেষ অতিথি জাগপার সহ-সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। বক্তব্য রাখেন জাগপা নেতা আসাদুর রহমান খান, সৈয়দ সফিকুল ইসলাম, বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতাদের মধ্যে ছাত্র
দলের সহ-সভাপতি মামুন বিল্লাহ, দফতর সম্পাদক আব্দুস ছাত্তার, ইসলামি ছাত্র মজলিশের সভাপতি মোঃ আজিজুল হক, মুসলিম ছাত্রলীগ এর সভাপতি এস এইচ কে আসাদ, ছাত্র মিশন সভাপতি কামরুজ্জামান সুরুজ, ইসলামি শাষনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম, ছাত্র সমাজের সোলাইমান আলী, যুব জাগপা সাধারন সসম্পাদক ফরিদ উদ্দিন পাটওয়ারী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ