Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়া পরিবেশ উত্তপ্ত করছেন মোহাম্মদ নাসিম

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশ উত্তপ্ত করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। গতকাল বুধবার রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে ‘১৪ দলের নেতৃবৃন্দের সম্মানে’ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন। মোহাম্মদ নাসিম বলেন, তিনি (খালেদা জিয়া) নির্বাচন সামনে রেখে পরিবেশ উত্তপ্ত করছেন। সহায়ক সরকারের কথা বলছেন। পৃথিবীর কোথাও সহায়ক সরকার নেই। এই যে কিছুদিন আগে ব্রিটেনে নির্বাচন হয়েছে সেখানেও না। বাংলাদেশেও সংবিধানের আলোকে শেখ হাসিনার অধিনে যথা সময়ে নির্বাচন হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আমরা বিশ্বাস করি, সব দল এতে অংশ নেবে। সবাই ভোট দেবে। কোনো বিশেষ দলের জন্য নির্বাচন বসে থাকবে না। পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থদের পাশে সরকার দায়িত্বশীল ভুমিকা পালন করছে জানিয়ে স্বাস্থমন্ত্রী নাসিম বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধ্বসে অনেক মানুষ মারা গেছেন। তাদের উদ্ধার করতে গিয়ে কর্মকর্তাসহ কয়েকজন সেনাসদস্যও নিহত হয়েছেন। আমরা এতে ব্যথিত ও দু:খিত। ইতিমধ্যে ত্রাণমন্ত্রীসহ অনেকে সেখানে গেছেন। উদ্ধার অভিযান চলছে। আমাদের ২০০ মেডিকেল টিমে ডাক্তার, নার্সরা কাজ করছেন।
নাসিম বলেন, প্রতিবারই এমন পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এবার একটা বড় ঘটনা ঘটেছে। নিরীহ পাহাড়ী মানুষদের মৃত্যু হয়েছে। আসলে এদের (পাহাড়ী) দুর্ঘটনার আগে চলে যেতে বললে যায় না। জোর করেও নেয়া যায় না। তারা তাদেও বাড়ি-ঘর ছেড়ে যেতে চায় না। তবে, বাঙালী জাতি সাহসী জাতি। এরা যেকোনো দুর্যোগ মোকাবেলা করেছে। এটাও করবে।
দুর্যোগ নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়ায় ১৪ দলের এই মুখপাত্র বলেন, কেউ দুর্যোগ নিয়ে রাজনীতি করে না। একজন নেত্রী প্রতিদিন যা হচ্ছে তার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছেন। পাহাড় ধ্বসে মানুষ মরার জন্যও আওয়ামী লীগকে দুষছেন। অথচ নিজেরা ক্ষমতায় থাকাকালে ঘূর্ণিঝড়ের সময় মানুষের জীবন রক্ষায় ও তাদের পাশে দাঁড়ানোয় ব্যর্থ হয়েছেন। এখন আমাদের দোষ ধরেন। প্রতিদিন ইফতারের আগে মিথ্যাচার করেন। এতে তো রোজা ভেঙ্গে যাওয়ার কথা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে লক্ষ্য নিয়ে বৃহৎ রাজনৈতিক জোট ১৪ দল গঠন করা হয়েছে, সে লক্ষ্যে এখনো কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ। গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ শিকদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) অ্যাডভোকেট এনামুল হক, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, ওয়ার্কার্স পাটির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ