পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : ঘূর্ণিঝড় মোরার আঘাতের পরপর ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ী ঢলে চট্টগ্রাম অঞ্চলে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড়ী ঢলে সড়ক ভেঙে গেছে। পাহাড় ধসে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এসব প্রতিবন্ধকতা সরিয়ে নিতে কাজ শুরু করেছে এলজিইডির প্রকৌশলীরা। এদিকে বিগত ৩ দিনের অবিরাম ভারী বর্ষণ জনিত কারণে এলজিইডির আওতাধীন সড়ক, ব্রীজ, কালভার্টসহ অন্যান্য অবকাঠামো সমূহের ক্ষয়ক্ষতি নিরুপণ ও বিচ্ছিন্নকৃত সড়কসমূহের সাথে পুনঃযোগাযোগ স্থাপনের লক্ষ্যে এলজিইডির প্রধান প্রকৌশলীর নির্দেশে অতিরিক্ত প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম বিভাগ কর্তৃক তিনটি টাস্কফোর্স টীম গঠন করা হয়েছে। রোজা ও আসন্ন ঈদকে সামনে রেখে জনগণের যাতায়াতের যাতে কোন প্রকার অসুবিধা না হয় সে লক্ষ্যে এসব টীম কাজ শুরু করেছে। টিমের সদস্যরা রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রম জেলার বিভিন্ন উপজেলায় অবস্থান করে কার্যক্রম পরিচালনা করছেন। বিচ্ছিন্ন সড়ক সমূহের পুনঃযোগাযোগ স্থাপনের কাজ চলছে দ্রæতগতিতে। এলজিইডির প্রধান প্রকৌশলী সার্বিক পরিস্থিতি তদারক করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।