Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৭, ১২:০০ এএম

চাকরির ফি

‘গোদের ওপর বিষফোড়া’ এই প্রবাদ প্রবচনের বাস্তবিক প্রয়োগের সঙ্গে দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠী ভালোভাবেই পরিচিত। পড়াশোনার পাট চুকিয়ে একজন ছাত্র যখন চাকরি ও সম্ভাবনাময় ভবিষ্যতের স্বপ্ন দেখে, তখন তাঁর পথে বাধা হয়ে দাঁড়ায় পদের অপ্রতুলতা ও অতিরিক্ত ফি। একেকটি সরকারি চাকরির আবেদনে প্রয়োজন হয় ৫০০-৮০০ টাকা। এই টাকা বেকারদের কাছে পাহাড়সম বোঝা হয়ে দাঁড়ায়।
একে তো বেকারত্বের অভিশাপ, তার ওপর ফির টাকা জোগাড় করা দুইয়ে মিলে ব্যাপারটা দুর্বিষহ হয়ে ওঠে। জীবনটা তখন স্রেফ বোঝা হয়ে দাঁড়ায়। তাই বেকার জনগোষ্ঠীর কথা বিবেচনা করে চাকরির আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা হোক, যাতে করে বেকারদের ওপর চাপ কিছুটা হলেও কমে।
মো. মাহবুবুর রহমান, ঢাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন