Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষতিগ্রস্তদের সকল প্রকার সহায়তা দেওয়া হবে -কাদের

রাঙামাটি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ২:৩৮ পিএম

রাঙামাটি জেলা সংবাদদাতা : রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সকল প্রকার সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বুধবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ সব কথা দেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে রাঙামাটি আসেন ওবায়দুল কাদের। তিনি বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে রাঙামাটি সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় পাহাড়ধসে রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত লোকজনকে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

মন্ত্রীর সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।



 

Show all comments
  • MD Sabbir ১৪ জুন, ২০১৭, ৩:২৫ পিএম says : 0
    বদরের যুদ্দের সকল ইতিহাস জনতে চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ