Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণের দোকানে হয়রানি করা হবে না -এনবিআর চেয়ারম্যান

| প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্ত ছাড়া স্বর্ণের দোকানে হয়রানি করা হবে না। তাই স্বর্ণ ব্যবসায়ীদের আতঙ্কিত না হওয়ার আহŸান জানিয়েছে তিনি। গতকাল মঙ্গলবার এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নেতাদের বৈঠকের পর এ আহŸান জানানো হয়। শুল্ক গোয়েন্দা মহাপরিচালক ড. মঈনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বাজুস নেতাদের বৈঠকের সময় শুল্ক গোয়েন্দা মহাপরিচালক ড. মঈনুল খানও উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান বৈঠকে বলেছেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্ত ছাড়া স্বর্ণের দোকানে অভিযান চালানো হবে না। তাই সাধারণ ও সৎ ব্যবসায়ীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ