পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : তুরাগের কামারপাড়ার কালিয়ারটেক এলাকায় তিন শিশুসন্তানসহ মায়ের মৃত্যুর ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। হত্যা মামলা দায়ের করা হলেও গতকাল পযন্ত পুলিশ সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করেনি। নিহত গৃহবধু রেহানা পারভিনের স্বামী মোস্তফা কামাল ও তার বোন কহিনূর বেগমকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্ত সংশি¬ষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, চারটি কারণে ঘটনাটিকে হত্যা বলে সন্দেহ করা হচ্ছে। এগুলো হলো- রেহানার পরিবারে কলহ, জমি নিয়ে বিরোধ; স্বামী মোস্তফা কামালের অর্থিক লেনদেনের বিরোধ এবং রেহানার লাশের ময়না তদন্তে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে না পারা। তিন শিশুকে হত্যার পর রেহানা নিজে আত্মহত্যা করেছেন বলে আলামত পেয়েছে পুলিশ। তাই নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে তারা। ঘটনাটি আত্মহত্যা হলেও মর্মান্তিক এই ঘটনাটি কেন ঘটল তাও খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যা প্রমাণিত হলে উস্কানির অভিযোগে স্বামী ও শশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে দন্ডবিধির ৩০৬ ধারায় মামলা হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে পুলিশের সূত্র।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে তুরাগের কামারপাড়ার কালিয়ারটেকের সানবিম স্কুল রোডের ১ নম্বর গলির ৮৯ নম্বর বাড়ি থেকে গৃহবধু রেহানা পারভিন(৩৪), তার দুই মেয়ে নুসরাত মোস্তফা আঁখি ওরফে শান্তা(১৩), রায়শা আরিফা সেফা (৯) ও ছেলে মোসামিম্ম সাদের (১১মাস) লাশ উদ্ধার করে পুলিশ। রেহানা পারভিনের স্বামী মোস্তফা কামালের ভাষ্যমতে, রাতে বাসায় ফিরে তিনি একটি কক্ষের বিছানায় তিন সন্তানের লাশ দেখেন। তাদের প্রত্যেকের গলায় ওড়না জড়ানো ছিল। আর পাশের কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত ছিল রেহানা পারভিনের লাশ। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের ভাই শামসুল আলম বাদি হয়ে শশুড়বাড়ির লোকজনকে সন্দেহভাজন দাবি করে এই হত্যা মামলা করেন।
তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত যেসব তথ্য-প্রমাণ এবং আলামত পাওয়া গেছে তাতে মনে হচ্ছে, তিন সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পেলে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। প্রতিবেদন পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, রেহেনার ভাই শামসুল আলম তার বোনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন। এ কারণে তিনি যাদের সন্দেহ করছেন-তাদের নজরদারিতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।