পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সরকার উন্নয়নের কথা বললেও বেহাল রাস্তাঘাট আর মশার বিস্তারে রাজধানী ঢাকা এখন ‘মহাবিপর্যয়ের’ মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সি. যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল থেকে বৃষ্টি আর বিভিন্ন সড়কে যানজটের মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী আহমেদ বলেন, সরকারের উন্নয়নের নমুনা হচ্ছে রাজধানীর বেহাল রাস্তাঘাট। সামান্য বৃষ্টিতেই গোটা ঢাকা শহর নিশ্চল হয়ে পড়ে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের রোশনাই এখন ‘আরবান ডিজাস্টারে’ পরিণত হয়েছে বলেও মন্তব্য রিজভীর।
তিনি বলেন, শুধু তাই নয়, মশার ব্যাপক বিস্তার ঢাকা শহরে মহা বিপর্যয় সৃষ্টি করেছে। দেশ-বিদেশের নানা নামের ভাইরাস জ্বরে আক্রান্ত ঢাকাবাসী। ঢাকা এখন সত্যিকার অর্থেই আনফিট ফর হিউম্যান হ্যাবিটেশন।
রিজভী অভিযোগ করেন, কেবল উন্নয়ন নয়, সরকার পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা এবং ঈদের আগে চাঁদাবাজি ও ছিনতাই নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) শুধু অনর্গল লাগামহীন একতরফা অসত্য, কুৎসামূলক ও অশালীন বক্তব্য প্রদানে ব্যর্থ হননি, এ বিষয়ে তিনি চ্যাম্পিয়ন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণকে শত্রæ মনে করে বলেই মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। জনগণ ও নির্বাচনের কথা বলে প্রধানমন্ত্রী একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি করতে চাচ্ছেন, যে ঝড়ের আড়ালে কোনো অশুভ চক্রান্ত থাকতে পারে।
বিএনপি নেতা রিজভী আরও অভিযোগ করেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সব ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে। সারাদেশে বিভিন্ন এলাকায় একইভাবে বিএনপির ইফতার মাহফিলে বাধা দিচ্ছে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, পুলিশ সরকারকে খুশি রাখতে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ধর্মীয় অনুষ্ঠান তথা ইফতার মাহফিলে বাধার মত হিংসাশ্রয়ী আচরণের ধিক্কার ও নিন্দা জানাই আমরা।
ব্রিফিংয়ে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।