পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : ৩ দিনের ছুটি নিয়ে প্রাইভেটকার যোগে ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ড্রাইভারসহ প্রাণ হারিয়েছেন ব্রাহ্মনবাড়ীয়া জেলার খাটিহাটা হাইওয়ে পুলিশের ওসি হুমায়ূন কবির (৫০)। গতকাল সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর থানাধীন ঘাসিরদিয়া নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। নিহত ড্রাইভারের নাম ওয়ারিশ আলী বলে জানা গেছে। নিহত ওসি হুমায়ূন কবিরের গ্রামের বাড়ী কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকায় এবং ঢাকার খিলগাও থানাধীন বাসাব মহল্লায় তিনি বাড়ী করে সেখানেই বসবাস করতেন বলে জানা গেছে।
ভৈরব হাইওয়ে থানার ওসি একেএম মিজানুল হক জানিয়েছেন, ব্রাহ্মনবাড়ীয়ার খাটিহাটা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির (৫০) কর্মস্থল থেকে ৩ দিনের ছুটি নিয়ে ঢাকার নিজ বাসায় যাওয়ার জন্য একটি প্রাইভেটকার যোগে রওয়ানা দেন। বিকেল পৌনে ৫টায় তাকে বহনকারী প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ-২৭০৬) শিবপুর উপজেলার ঘাসিরদিয়া নামকস্থানে পৌছলে বিপরীত দিক থেকে দ্রæতবেগে সেভেন রিংস সিমেন্ট কারখানার একটি মিকচার মেশিন ট্রলি’র (ঢাকা মেট্রো শ ১১-২৮৬০) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ওসি হুমায়ুন কবির ঘটনাস্থলে মারা যান এবং মারাত্মক আহত হয় ড্রাইভার ওয়ারিশ আলী। ঘটনার পর পর স্থানীয় লোকজন সংঘর্ষের কথা শুনে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আহত ড্রাইভারকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ড্রাইভার ওয়ারিশ আলী মারা যায়।
পরে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান ঘটনাস্থল থেকে ওসি হুমায়ূন কবিরের লাশ ও জেলা হাসপাতাল থেকে ড্রাইভার ওয়ারিশ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে ভৈরব হাইওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।