পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশে শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ অনুচ্ছেদের চারটি বিষয়ে বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডারের সাথে আইন মন্ত্রী আনিসুল হকের বৈঠক। গতকাল সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ ভবনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে ইনকিলাবকে জানিয়েছেন মন্ত্রনালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম। এসময় শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক উপস্থিত ছিলেন। এসময় আইনমন্ত্রী আনিসুল হক আইএলও-এর মহাপরিচালককে আশ্বস্ত করে বলেন, আইএলও’র বিশেষ অনুচ্ছেদ বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি মহাপরিচালককে জানান, আইএলও’র পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ইতোমধ্যে শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। ট্রেড ইউনিয়ন গঠন আরো সহজীকরণের লক্ষে ইপিজেড আইন এর খসড়া সংসদীয় স্থায়ী কমিটি থেকে ফেরত আনা হয়েছে। ট্রেড ইউনিয়ন বিরোধী কার্যক্রম প্রশমিত করা হয়েছে। এছাড়া ট্রেড ইউনিয়ন নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই অনলাইনের মাধ্যমে করা হচ্ছে। বৈঠকে বিজিএমইএ-এর ভাইস প্রেসিডেন্ট মিরান আলী, শ্রমিক প্রতিনিধি শুকুর মাহমুদ ও জেড এম কামরুল আনামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শোক সংবাদ
এম এ সোবহানের দোয়া মাহফিল
গুলশান নিবাসী মিডশীপ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব:) এম এ সোবহান শনিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে গেছেন। জনাব সোবহান ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন ও বাংলাদেশ ক্যাডেট কলেজ এসোসিয়েশন এর সাবেক সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। রোববার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী সেনাবাহিনী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আগামীকাল বুধবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।