Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতন্ত্রে আঘাত আসলেই আ’লীগের উপরই আঘাত আসে -মতিয়া চৌধুরী

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গণতন্ত্রের উপর আঘাত আসলেই আওয়ামী লীগের উপরই আঘাত আসে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
গতকাল রোববার বিকালে রাজধানীর লেডিস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরশেখ হাসিনার কারামুক্তির স্মৃতিচারণ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, এদেশে যখন গণতন্ত্রের উপর আঘাত আসে, গণতন্ত্র বাধা পায়; তখন আওয়ামী লীগের উপরই আঘাত আসে।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সিনিয়র নেতারা অনুষ্ঠানে আসলে তাকে প্রধান অতিথি না করার আহŸান জানান। তিনি বলেন, সিনিয়র নেতারা অনুষ্ঠানে আসলে সেখানে আমি প্রধান অতিথি হলে তারা মাইন্ড করেন। সে জায়গায় আমি থাকলে কী করতাম?
কাদের বলেন, এমন অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করবেন না। সিনিয়ররা মাইন্ড করতে পারেন। ঢাকা মহানগরের নেতাদের উদ্দেশে কাদের বলেন, অনুষ্ঠান যখন সাজাবেন তখন এসব চিন্তাভাবনা করে সাজাবেন
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ ডা. দিপু মনি, মাহবুব-উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ