Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসপির ঘোষণা যশোরে মাদক সন্ত্রাস জঙ্গি নির্র্র্মূলে লাগাতার অভিযান

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, যশোর : যশোর পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান বিপিএম পিপিএম (বার) আবারো দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, সীমান্তবর্তী জেলা যশোর মাদক সন্ত্রাস ও জঙ্গি নির্মুল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। এসপি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এখনো সময় আছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে না আসলে রেহাই দেওয়া হবে না। তারা দেশ ও জনগণের শত্রæ।
গতকাল যশোর জিলাস্কুল অডিটরিয়ামে জেলা গোয়েন্দা শাখার আয়োজনে ছাত্র-পুলিশ কাউন্সিলিংএ পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এমএম বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. খ,ম রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সরোয়ার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সালাউদ্দীন শিকদার, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন ও ডিবির অফিসার ইনচার্জ মোঃ ইমামুল হক। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অপরাধীদের অপরাধ কর্মকান্ড ও কয়েকটি কেস হিস্ট্রিরি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে ছাত্র, পুলিশ ও বিভিন্ন পেশাজীবি মানুষ হাত উচু করে সমস্বরে ঐক্যবদ্ধাবে মাদক সন্ত্রাস মোকাবিলা করার অঙ্গীকার করেন।
মাদক সন্ত্রাস ও জঙ্গিবিরোধী ১শ’দিনের কর্মসূচীতে প্রায় ২৫ কোটি টাকার মাদক উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদসহ মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গি আটক এবং আত্মসমর্পন করে প্রায় ৯শ’। আবার শুরু হয়েছে ১শ’১দিনের ‘এসড্রাইভ’ ও ‘ডোর টু ডোর’ কর্মসূচী। এতে ১৪জন চিহ্নিত মাদক স¤্রাটের ছবিসম্বলিত পোস্টার বিলি করা হয়েছে। তাদের ধরিয়ে দিতে ঘোষণা করা হয়েছে পুরস্কার।
পুলিশ সুপার যশোরে যোগদানের পর প্রায় আড়াই বছর বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মাদক সন্ত্রাস ও জঙ্গি বিরোধী তৎপরতা চালিয়ে তিনি যথেষ্ট সফল হয়েছেন। তার কথা এসব শূন্যের কোঠায় না আনা পর্যন্ত আমি থামবো না। আমাকে কেউ থামাতে পারবে না। এসপি আনিসুর রহমান যশোরে পর্যায়ক্রমে সকল স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অপরাধীদের ব্যাপারে সচিত্র প্রতিবেদন প্রচার অব্যাহত রেখেছেন। তিনি গতকাল দৈনিক ইনকিলাবকে জানান. এসব প্রোগ্রামে ফল পাওয়া যাচ্ছে। এককথায় সামাজিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে ভবিষ্যত প্রজন্মের স্বার্থে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ