Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে প্রাইভেট কার উল্টে আমেরিকা প্রবাসী দুই সহোদরসহ নিহত ৩

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর টোল রোডে গতকাল (রোববার) বিকেলে প্রাইভেট কার উল্টে আমেরিকা প্রবাসী তরুণ প্রকৌশলীসহ তিন যুবক মারা গেছে। নিহতরা হলেন, প্রকৌশলী ইরশাদ বিন জামান (২৮), এআইইউবি’র বিবিএ’র সাবেক শিক্ষার্থী জিয়াদ বিন জামান (২৪) ও সাদমান আলমগীর (২০)। পুলিশ জানায়, প্রাইভেট কারটি টোল রোডের হালিশহর জেলে পাড়া অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে জিয়াদ ও ইরশাদ মারা যান। আশঙ্কাজনক অবস্থায় নগরীর জিইসি মোড়ে একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় মারা যান সাদমান। নিহতদের মধ্যে প্রকৌশলী ইরশাদ বিন জামান ও জিয়াদ বিন জামান দুই ভাই। সাদমান তাদের ফুফাতো ভাই। ইরশাদের বাবার নাম কামারুজ্জামান। তাদের বাড়ি নগরীর পশ্চিম মাদারবাড়ি। ইরশাদ প্রকৌশলী এবং আমেরিকায় ব্যবসা করছেন। ঈদের ছুটি কাটাতে সম্প্রতি তিনি বাড়ি আসেন। জিয়াদ এআইইউবি’র বিবিএ’র সাবেক ছাত্র। সেও আমেরিকায় বসবাস করতো। বড় ভাইয়ের সাথে ঈদের ছুটি কাটাতে বাড়িতে আসে সে। সাদমান তাদের ফুফাতো ভাই। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ইরশাদের চাচা শামসুল হুদা মিন্টু জানান, ঈদের কেনাকাটা সারতে ছোট ভাই জিয়াদ ও ফুফাতো ভাই সাদমানকে নিয়ে বিকেলে গাড়ি থেকে বের হয় ইরশাদ। কেনাকাটা করার আগে টোল রোডে গাড়ি নিয়ে ঘুরতে যায় তারা। পুলিশ জানায়, ফাঁকা রাস্তায় দ্রæতগতিতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তা উল্টে যায়। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ