Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ ২০১৮ সালে শুরু

| প্রকাশের সময় : ১২ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজ ২০১৮ সালের এপ্রিশাল মাসে শুরু হবে। এ প্রকল্প জন্য চারটি প্রতিষ্ঠানকে যৌথভাবে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি। গতকাল রবিবার দুপুরে সিভিল এভিয়েশন অথরিটির কার্যালয়ে এ সম্পর্কিত এক চুক্তি সই হয়।
চুক্তি সই অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হ্যান্ডলিং ক্যাপাসিটি বাৎসরিক ৮ মিলিয়ন এবং কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি বাৎসরিক ২ লাখ টন। বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং ইতোমধ্যে সক্ষমতা হারিয়েছে। ২০১৮ সালে যাত্রী হ্যান্ডেলিং ক্যাপাসিটিও সক্ষমতা হারাবে। এজন্য বিমানবন্দর স¤প্রসারণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
প্রকল্প প্রসঙ্গে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এহসানুল গণি চৌধুরী বলেন, প্রকল্পের কাজ শুরু হবে ২০১৮ সালের এপ্রিল মাসে এবং শেষ হবে ২০২১ সালের এপ্রিল মাসে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ১৩ হাজার ৬১০ কোটি ৪৬ লাখ ২৫ হাজার টাকা। তৃতীয় টার্মিনাল ভবনের আয়তন ২ লাখ ২৬ হাজার বর্গমিটার। নতুন কার্গো ভিলেজের আয়তন হবে ৪১ হাজার ২শ’ বর্গমিটার। ভিভিআইপি কমপ্লেক্স ৫ হাজার ৯শ’ বর্গমিটার। পার্কিং অ্যাপ্রোন ৪ লাখ ৯৮ হাজার ৫শ’ বর্গমিটার। এছাড়া র‌্যাপিড এক্সিট অ্যান্ড কানেকটিং টেক্সিওয়ে, তৃতীয় টার্মিনাল ভবনের সঙ্গে মূল এয়ারপোর্টের সড়কের কানেকটিভিটি তৈরি করা হবে।
সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এহসানুল গণি চৌধুরী এবং নিপপন কায়োর ব্যবস্থাপনা পরিচালক হারওহিকো কানাই চুক্তিতে সই করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত ছিলেন। পরার্শক প্রতিষ্ঠানের জন্য সিভিল এভিয়েশনকে ব্যয় করতে হবে ৫৭০ কোটি ৭৯ লাখ ৭৪ হাজার টাকা।
সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, জাপানের নিপপন কায়ো, ওরিয়েন্টাল কনস্যালটেন্ট গেøাবাল, সিঙ্গাপুরের সিপিজি কনস্যালটেন্ট, বাংলাদেশের ডিজাইন কনস্যালটেন্টস লিমিটেড যৌথভাবে এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে। প্রতিষ্ঠানগুলো নির্মাণ কাজ শেষ হওয়া পর্যন্ত তদারকি করবে।
বাংলাদেশের ডিজাইন কনস্যালটেন্টস লিমিটেডের সিনিয়র প্রকৌশলী মোস্তাফিজ রহমান বলেন, তৃতীয় টার্মিনালের বিস্তারিত ডিজাইন রিভিউকরণ,মূল নির্মাণ কাজের দরপত্রের খসড়া এবং প্রকল্পের সুপারভিশন করবে পরামর্শক প্রতিষ্ঠানগুলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোশ্বামীসহ উর্ধ্বতœ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ