পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : শরীয়া বা ইসলামী আইনের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছিল ডজন খানেক মানুষ। কিন্তু এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ট্রাম্প টাওয়ারের সামনের সড়ক। উভয় পক্ষ পরস্পরের দিকে হাত উঁচিয়ে আক্রমণাত্মক সেøাগান দেয়। শরীয়া বিরোধী বিক্ষোভকারীদের হাতে ধরা প্ল্যাকার্ডে মহানবী (সাঃ)-এর পবিত্র চরিত্র নিয়ে নেতিবাচক লেখা প্রদর্শন করা হয়। অন্যদের মাথার ক্যাপে লেখা ছিল ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ সেøাগান। কেউ কেউ তাদের মুখ ঢেকে রেখেছিল। পুলিশ দু’পক্ষকেই পৃথক করে রেখেছিল।
একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বলেন, ‘এখানে মধ্যপ্রাচ্য অঞ্চলের মানুষ এবং ইউরোপীয় বংশোদ্ভূত ও আমেরিকানরা আন্তর্জাতিক অর্থনীতি ও যুদ্ধের কারণে পরস্পরের প্রতি বিদ্বেষী মনোভাবাপন্ন’। তিনি বলতে চাচ্ছেন যে, যুদ্ধ সন্ত্রাসবাদের প্রজনন ঘটায়।
অপর এক অজ্ঞাত পরিচয় মহিলা বলেন, ‘মুসলিমদের বিরুদ্ধে হুমকি মানে সব মানুষের বিরুদ্ধে হুমকি’। মহিলার বক্তব্য হচ্ছে তাদেরকে ভুল বুঝানো হয়েছে। সূত্র : সিবিএস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।