Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ইশা খাঁ পরিবারের’ ইফতার মাহফিল অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ১১ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেঘনা রুটে যাতায়াতকারী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রানের সংগঠন ‘ইশা খাঁ পরিবার’ আয়োজিত বার্ষিক ইফতার মাহফিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে। গত বৃহষ্পতিবার সংগঠনের সভাপতি মো. হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও অত্র সংগঠনের সাবেক সভাপতি ড. এ কে লুতফুল কবির। তিনি বলেন, সবার আগে পড়াশুনা। জীবনে সফল হতে হলে পড়াশুনায় মনযোগ দিতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী সরকারী কলেজের শিক্ষক মিরাজ ভুইয়া, সোসাল ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আফরিন সুলতানা শিমু, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, ওয়ালটন লি. এর সহকারী পরিচালক আব্দুল মতিন, নটরডেম কলেজের শিক্ষক মো. ইসমাইল ও সোসাল ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. হোসেন আলি প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ