পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার,নরসিংদী থেকে : নরসিংদী জেলা ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদকে তার বাড়ি থেকে তুলে নেয়া হয়েছে। গত বৃহ্স্পতিবার দিবাগত রাত ২ টায় সাদা পোশাকধারীরা তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ২টায় ৩ টি গাড়ী নিয়ে একদল সাদা পোশাকধারী তার বাড়ী ঘেরাও করে। তারা নাহিদকে ঘুম থেকে ডেকে তুলে গাড়ীতে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার পরিবারের লোকজন তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। নরসিংদী জেলা যুব দলের আহŸায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ জানিয়েছেন, পুলিশ তাকে গ্রেফতারের কথা স্বীকার করছে না। থানা পুলিশ বলেছে তাদের কোন লোক নাহিদকে গ্রেফতার করেনি। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন যে, তিনি শুনেছেন নাহিদকে বাড়ী থেকে তুলে নেয়া হয়েছে। তবে ডিবি পুলিশের কেউ তাকে গ্রেফতার করেনি। নাহিদকে রাতে তুলে নেয়ার ঘটনা এবং এব্যাপারে পুলিশ তাকে গ্রেফতারে অস্বীকারের ঘটনায় গণমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার , জেলা যুব দলের আহŸায়ক মহসিন হোসাইন বিদ্যুত , জেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম অবিলম্বে নাহিদকে আইনের হাতে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।