পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, আওয়ামী লীগ কয়টি আসন পাবে সে বিষয়ে কথার আগে নিজের ঘর সামাল দিন। নিজ দলের নেতারা গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করা শুরু করেছে। গতকাল শুক্রবার রাতে ধানমন্ডিতে লক্ষীপুর জেলা ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
প্রসঙ্গ, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। এর জবাবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম একথা বলেন।
এনামুল হক শামীম বলেন, দেশ সামনের দিকে এগিয়ে আসলেই বিএনপি ষড়যন্ত্র করে। তারা জনগণের ভোটে ক্ষমতায় যেতে পারবে না জেনেই আবার ২০১৪ সালের মতো ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু ষড়যন্ত্র করে লাভ হবে না। আওয়ামী লীগ দেশের মাটি ও মানুষের দল। এ দলের শেকড় অনেক গভীরে। তিনি বলেন, ২০০১ সাল আর ২০১৯ সাল এক হবে না। কারণ দেশের জন্য কারা কাজ করে দেশবাসীর কাছে তা পরিস্কার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নে মানুষ আওয়ামী লীগের প্রতি আস্থাশীল হয়ে উঠছে। যতই দিন যাচ্ছে, ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে। একাদশ আওয়ামী লীগ হ্যাট্রিক জয় করবে।
চট্রগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে আমাদের প্রত্যেক নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গত আট বছরে সরকারের উন্নয়নগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকারের গৃহীত পরিকল্পনাগুলো জনগণকে জানাতে হবে। একই সঙ্গে বিগত বিএনপি-জামায়াত সরকারের সময়ে দেশের কি অবস্থা ছিল, এখন কি পরিবর্তন হয়েছে সেগুলো জানান দিতে হবে। মানুষের মন জয় করতে হবে। নিজেদের মধ্যে ছোটঘাট বিরোধ মিমাংসা করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ থাকে, তখন কেউ পরাজিত করতে পারে না। অতীতের ন্যায় আগামীতেও ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ দেশের জন্য, দেশের জনগণের উন্নয়নের জন্য বার বার শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহল আমিন, রামগঞ্জ থানা সম্মেলন প্রস্তুতির আহŸায়ক আনোয়ার হোসেন খান, চেয়ারম্যানদের মধ্যে মজিবুর রহমান, জাহিদুর রহমান, সুরাইয়া আক্তার, আবদুল করিম মাস্টার, মিজানুর রহমান, মাহেন আরা পান্না, কামাল হোসেন, কৃষক লীগ সভাপতি আবুল কাসেম, নুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।