Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ৩ নব্য জেএমবি সদস্য গ্রেফতার

পিস্তল ও গান পাউডার উদ্ধার

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া ব্যুরো : বগুড়ায় পিস্তল, গুলি ও গান পাউডারসহ ৩ নব্য জেএমবি সদস্য গ্রেফতার হয়েছে। এরা হলো চাঁপাইনবাবগঞ্জের গোমস্থাপুর এলাকার সামসূজ্জামানের পুত্র আব্দুল আজিজ মামুন (২৮), ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে আব্দুল্লাহেল কাফির ওরফে ফারহান (২০) ও গাইবান্ধার সাঘাটার ডাঃ আবু বক্কর সিদ্দিকের পুত্র রাসেল (৩৪)। বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় আদমদীঘি উপজেলার মুরইল এলাকায় ওই তিন নব্য জেএমবি সদস্য মোটরসাইকেল যোগে যাওয়ার সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, এককেজি গান পাউডার ও চাকু উদ্ধার করা হয়। তিনি জানান, গ্রেফতারকৃতরা নব্য জেএমবির সদস্য। নাশকতার উদ্যোশেই তারা কোন এক জায়গায় মিলিত হওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটিও আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ