Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যের পার্লামেন্টে পুনঃনির্বাচিত হওয়ায় বাঙালি তিন কন্যাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক পুনঃনির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশী ওই তিন কন্যার এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের মুখ উজ্জ্বল হয়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃত দিয়ে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক এই তিন কন্যার বিজয় আমাদের জন্য গর্বের বিষয়। আমি আশা করি, তারা যে বিজয়ের মুকুট অর্জন করেছে তার আলোর বর্ণালী সর্বত্র ছড়িয়ে পড়বে।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী টিউলিপ রেজওয়ান সিদ্দিক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। শেখ রেহানার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ তার হ্যাম্পস্টিড এবং কিলবার্ন আসনে ১৫ হাজার ৫৬০ ভোটের ব্যবধানে পুনঃনির্বাচিত হয়েছেন।
টিউলিপ পেয়েছেন ৩৪ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্লেইরি লুইস লেল্যান্ড পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট।
এর আগে ২০১৫ সালে প্রথমবারের মত নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে তিনি ২৩,৯৭৭ ভোট পেয়ে বিজয় লাভ করেছিলেন। তখন তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী কনজারভেটিভ পার্টির সিমন মার্কস পেয়েছিলেন ২২,৮৩৯ ভোট।
এ ছাড়া অপর দুই বাংলাদেশী বংশোদ্ভূত লেবার পার্টির প্রার্থী রুশনারা আলী  বথনাল গ্রিণ ও বো নির্বাচনী আসন এবং ড. রূপা হক ইয়ারিং সেন্ট্রাল ও এক্টন নির্বাচনী আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের মাঝে ‘তিন কন্যা’ নামে খ্যাত টিউলিপ ও অপর দুই বাংলাদেশী বংশোদ্ভূত নারীর ওপর সংবাদ মাধ্যমের দৃষ্টি ছিল। ২০১৫ সালের নির্বাচনে বাংলাদেশী বংশদ্ভুত প্রার্থীর সংখ্যা ছিল মোট ১১ জন, এর মধ্যে তিন কন্যা বিজয় লাভ করেন।
এবারের নির্বাচনে বাংলাদেশী বংশদ্ভুত ১১ জন প্রার্থী হাউজ অফ কমন্সের আসনের জন্য প্রতিদ্ব›দ্বীতা করেন। এর মধ্যে প্রধান বিরোধী দল এডওয়ার্ড মিলিব্যান্ডের নেতৃত্বে লেবার পার্টি থেকে সাত জন প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে তিনজন এবং কনজারভেটিভ পার্টি থেকে একজন প্রতিদ্ব›দ্বীতা করেন।
গত নির্বাচনে টিউলিপ লন্ডনের দশটি গুরুত্বপূর্ণ আসনের একটি হ্যাম্পস্টিড ও কিলবান নির্বাচনী আসন থেকে লেবারপার্টির টিকিটে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের পরে লেবার পার্টির নেতা জেরিমি করবেনের ছায়া মন্ত্রিসভায় টিউলিপ শিক্ষা মন্ত্রী মনোনীত হন। পরে তিনি ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
১৯৮২ সালে লন্ডনের মিচাম এলাকায় জন্ম নেয়া টিউলিপ কিংস্ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে এবং পলিটিক্স, পলিসি এন্ড গভর্নেন্স বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।
যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন বাঙালি নারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রূপা হক এবং রুশনারা আলী পুনরায় বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।
বিবৃতিতে কাদের বলেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রূপা হক ও রুশনারা আলী পুনরায় বিজয়ী হওয়ায় বিশ্বের কাছে সামগ্রিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা আরও উজ্জ্বল হয়েছে। এ বিজয় পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিদের মধ্যে এক নবতর অনুপ্রেরণার সৃষ্টি করবে।
তিনি বলেন, বিশ্ব নেতৃত্বে শান্তির অগ্রদূত শেখ হাসিনার অব্যাহত সাফল্যের ধারাবাহিকতা এবং যুক্তরাজ্যের গণতন্ত্রে তিন বাঙালি কন্যার ঐতিহাসিক বিজয় বাঙালির বিশ্বজয়ের অভিযাত্রায় অনন্য মাইল ফলক হিসেবে বিবেচিত হবে।
ওবায়দুল কাদের আরও বলেন, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে তিন বাঙালি নারীর ঐতিহাসিক এ বিজয় বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণকে আরও উৎসাহিত এবং শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও প্রগতি প্রতিষ্ঠায় নারীর স্বতস্ফূর্ত অংশগ্রহণকে ত্বরান্বিত করবে।
এদিকে, যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশী বংশদ্ভুত তিন বাঙালী কন্যার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শুক্রবার তিনি তার ফেসবুকে আলাদা দুটি স্ট্যাটাসে এ অভিন্দনের কথা তুলে ধরেন।
প্রথম স্ট্যাটাসে দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিককে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তিনি শুধু জয়ী হয়েছেন তাই নয়, তিনি বিশাল ব্যাবধানে জয়ী হয়েছেন। তার মূলত: কনজার্ভেটিভ এলাকাকে তিনি তার মেধা, শ্রম,  যোগ্যতা, দক্ষতা, দূরদর্শিতা ও ক্যারিশমা দিয়ে লেবার এর শক্ত এলাকায় পরিণত করলেন টিউলিপ। টিউলিপের এ নির্বাচনে যারা তার জন্য অনেক শ্রম দিয়েছেন তাদের প্রতিও ধন্যবাদ ও অভিনন্দন রইলো। আর শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর দুই কন্যাকে, যাদের স্নেহ, ত্যাগ আর আদর্শে তৈরী হয়েছেন টিউলিপ।
অপর স্ট্যাটাসে দীপু মনি লেখেন রুশনারা আলীকে উদ্দেশ করে। তিনি বলেন, রুশনারা আলিকে ব্রিটিশ পার্লামেন্ট নার্বাচনে আবারো বিজয়ী হওয়ায় প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা গর্বিত আমাদের মেয়েদের সাফল্যে।
এদিকে, ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের জয়ে অভিনন্দন জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ গতকাল এক যুক্ত বিবৃতিতে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের জয়ে অভিনন্দন জানান। নেতাদ্বয় বলেন- টিউলিপ সিদ্দিকের জয়ে গোটা বাঙালি জাতি অভিভূত, আনন্দিত, গর্বিত। তার এ জয় গোটা বাঙালির জয়। নেতাদ্বয় আরো বলেন- বঙ্গবন্ধুর নেতৃত্বের পরিধি, জনপ্রিয়তার পরিধি যেমন দেশের সীমা ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিলো তেমনি তার কণ্যা শেখ হাসিনার জনপ্রিয়তা এবং দূরদর্শী নেতৃত্বও আজ দেশের সীমা পেড়িয়ে বিশ্ব দরবারকে আলোকিত করছে। আজ তাদেরই বংশের আরেক উত্তরাধিকার টিউলিপ সিদ্দিক ব্রিটেনের জাতীয় নির্বাচনে ২য় বারের মত এমপি নির্বাচিত হলেন, এটা বঙ্গবন্ধু পরিবারের সুশিক্ষা, দেশপ্রেম ও মানবপ্রেমেরই ফসল।
যুবলীগের শুভেচ্ছা ও অভিনন্দন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী, বঙ্গবন্ধু তনয়া শেখ  রেহানার বড় মেয়ে রিজওয়ান সিদ্দিক টিউলিপ ২য় বার ব্রিটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টির হয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ এক যুক্ত বিবৃতিতে বঙ্গবন্ধুর নাতনি রিজওয়ান সিদ্দিক টিউলিপ, রুশনারা আলী এবং রূপা হককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতাদ্বয় বলেন- রিজওয়ান সিদ্দিক টিউলিপের জয়ে গোটা বাঙালি জাতি অভিভূত, আনন্দিত, গর্বিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ