Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটিশ পার্লামেন্টে শোনা যাবে রেকর্ডসংখ্যক নারীর কণ্ঠস্বর

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রিটেনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ২শ’রও বেশি নারী নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে রেকর্ডসংখ্যক নারী এমপি পেতে যাচ্ছে হাউস অব কমন্স। যুক্তরাজ্যে ২০১৫ সালের নির্বাচনে ১৯১ জন নারী নির্বাচিত হয়েছিলেন। তখনই তা দেশটির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নারী এমপি নির্বাচিত হওয়ার ঘটনা ছিল। দুই বছর পর গত বৃহস্পতিবারের নির্বাচনে বিজয়ী নারী এমপির সংখ্যা আগের সংখ্যাকেও ছাড়িয়ে ২০১ জন হয়েছে। এ বছর ব্রিটেন প্রথমবারের মতো এক শিখ নারী এমপিও পেয়েছে। বার্মিংহাম এজবাস্টন আসনে লেবার পার্টির হয়ে জয় পেয়েছেন প্রিত কৌর গিল নামের ওই শিখ নারী। কোয়ালিফিকেশন অব উইমেন অ্যাক্টের আওতায় নারীদের প্রার্থী হওয়ার অনুমোদন দেওয়ার ১৯৯৮ সালে ব্রিটেনে প্রথম নারী এমপি হিসেবে নির্বাচিত হন কন্সট্যান্স মার্কিভিজ। তবে তিনি আইরিশ রাজনৈতিক দল শিন ফায়েন-এর সদস্য হওয়ায় দায়িত্বগ্রহণ করেননি। প্রথম নারী এমপি হিসেবে দায়িত্ব নিয়ে হাউস অব কমন্সে আসা প্রথম ব্রিটিশ নারী হলেন কনজারভেটিভ দলের ন্যান্সি অ্যাস্টর। ১৯১৯ সালের ডিসেম্বরে প্লাইমাউথ আসনে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ