Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে বিএনপির নব-নির্বাচিত কমিটি বাতিল দাবি মিছিল সমাবেশ ও ইফতারস্থল ঘেরাও

| প্রকাশের সময় : ১০ জুন, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলে নব-নির্বাচিত বিএনপির কমিটিকে অযোগ্য, পারিবারি কেন্দ্রিয়, অপরিপক্য ও বর্তমান আওয়ামী সরকারের এজেন্ট দ্বারা গঠিত কমিটি দাবি করে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির একাংশ। গতকাল সকালে পৌর উদ্যানে খÐ খÐ মিছিল একত্র হয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডের হাবিবুর রহমান প্লাজার সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, নব-গঠিত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামিল শাহিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এরশাদ বিরোধী আন্দোলন ও হাসিনা বিরোধী আন্দোলনে আমরাই রাজপথে ছিলাম ও এখনো আছি। বিএনপির বর্তমান কমিটিতে যারা রয়েছে, তারা অযোগ্য।  গতকাল এই অযোগ্য কমিটি ইফতারের আয়োজন করেছে। আমরা আজ (শনিবার) একই স্থানে ইফতার মাহফিল করবো। মিছিল ও সমাবেশ শেষে আজ জেলা বিএনপির’র ইফতারস্থল সিলমি পার্টি সেন্টার ঘেরাও করে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ উপস্থিত হলে সিনিয়র নেতাদের নির্দেশে সকল নেতাকর্মী স্থান ত্যাগ করে চলে যান। এসময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগি সংগঠনের একাংশ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ