Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭৫ শতাংশ পৌরসভা ট্যাক্স আদায় করতে পারে না : স্থানীয় সরকার মন্ত্রী

| প্রকাশের সময় : ৯ জুন, ২০১৭, ১:০৩ এএম


স্টাফ রিপোর্টার : বিভিন্ন জটিলতার কারণে দেশের ৭৫ শতাংশ পৌরসভা ট্যাক্স আদায় করতে পারে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ডিজিটালাইজেশন করা হলে প্রায় ৭০ থেকে ৮০ ভাগ দুর্নীতি নিয়ন্ত্রণের মধ্যে আসবেও জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব ও হিসাব বিভাগের অটোমেশন কাজের উদ্বোধন করে মন্ত্রী এই তথ্য জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের নানান রকম অসুবিধা। বাড়ি বাড়ি যেতে হয়, অনেক সময় বাড়িতে গিয়ে লোক পাওয়া যায় না, লোক পাওয়া গেলেও এন্ট্রি পাওয়া যায় না, এন্ট্রি পাওয়া গেলেও প্রোপার  কো-অপারেশন থাকে না এবং এসব ডাটা প্রসেস করতে নানান রকম অসুবিধার মধ্যে পড়তে হয়।  
মন্ত্রী জানান, পৌরসভাগুলো নানান অসুবিধার কারণে ট্যাক্স কালেকশনের ৭৫ ভাগই করতে পারে না। এটা ডিজিটালাইড হয়ে গেলে হিউম্যান কানেকশনটা অনেক কমে যাবে। ডাটার মধ্যে প্রসেস করলেই  বোঝা যাবে কোন এলাকায় কালেকশন কী, অ্যাসেসমেন্টের অবস্থানটা কী? ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সরকার এগুচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পলিসি বাংলাদেশ পরিপূর্ণভাবে ডিজিটালাইড হবে, ডিজিটাইড করতেই আমরা উদ্যোগ গ্রহণ করছি। তারই অংশ হিসেবে দুই সিটি করপোরেশনের রাজস্ব ও হিসাব বিভাগকে ডিজিটালের আওতায় আনার জন্য এই প্রচেষ্টা। এতে সুফল হল ওেয- সমস্ত ট্যাক্স কালেকশনের ডাটাগুলো ডিজিটাইড করা হবে এবং ঘরে বসেই মনিটর করা যাবে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং এডিবির সহযোগিতায় আরবান পাবলিক এনভাইরনমেন্ট হেল্থ  সেক্টরস গ্রোগ্রাম প্রকল্পের আওতায় সিটি করপোরেশনগুলোর রাজস্ব ও হিসাব বিভাগকে অটোমেশন করতে প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের দূতাবাস ও এডিবিকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, তাদের কাছে নিবেদন করি উনারা যেন ডিজিটালাইজেশনের ব্যাপারে অন্য খাতেও সহযোগিতা করেন।
মোশাররফ বলেন, ঢাকার দুটি সিটি করপোরেশন ছাড়াও আরও চারটি সিটি করপোরেশনের রাজস্ব ও হিসাব বিভাগকে অটোমেশন করতে কোটেশন আহŸান করা হয়েছে। পর্যায়ক্রমে আমাদের ২৮৬টি পৌর করপোরেশনে ট্রান্সফার করতে পারব। ডিজিটালাইজেশনই এখন একমাত্র পথ। আমাদের মোটামুটি ধারণা যে, ডিজিটাইড যদি আমরা করে ফেলতে পারি- সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনে অব্যবস্থাৃ এমনকি দুর্নীতি প্রায় ৭০ থেকে ৮০ ভাগ নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারব। মন্ত্রী বলেন, ডিজিটাইজেশন ছাড়া আর কোনো পন্থা আমাদের সামনে নাই। যত তাড়াতাড়ি আমরা ডিজিটাইড করতে পারি জাতির জন্য ততটা মঙ্গল।
স্থানীয় সরকার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব নাসরিন আক্তার বলেন, সিটি করপোরেশনের রাজস্ব ও হিসাব বিভাগের অটোমেশনের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে পারব, জবাবদিহিতা থাকবে এবং জনগণের ভোগান্তি অনেকটাই কমে যাবে। জনগণের দোরগোরায় সেবা পৌঁছে দেব। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাইলটিংয়ের ভিত্তিতে প্রথমে দুটি সিটি করপোরেশনের রাজস্ব ও হিসাব বিভাগ ডিজিটালাইড করা হচ্ছে, অন্যগুলোতেও চালু করা হবে। সিটি করপোরেশনের রাজস্ব ও হিসাব বিভাগের অটোমেশনের পর বাস্তবায়ন পর্যায়ে সফলতা পেতে কর্মকর্তাদের নিরপক্ষে ও সততার সঙ্গে কাজ করার অনুরোধ জানান নাসরিন আক্তার। অনুষ্ঠানে জানানো হয়, অটোমেশন কার্যক্রমের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে পদ্ধতিগত শিক্ষা, আর্থিক ব্যবস্থাপনা, কর্মশালা, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ এবং হার্ডওয়ার স্থাপনের কাজ শেষ হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ