পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচন চাই না, শেখ হাসিনাকেই আরো একাধিক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চাই বলে দাবি তুলেছেন জাতীয় পার্টির এক সংরক্ষিত আসনের সংসদ সদস্য।
গতকাল বৃহস্পতিবার সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে কক্সবাজার থেকে এবারই প্রথম সংসদে আসা জাতীয় পার্টির সংরক্ষিত মহিলা এমপি খোরশেদ আরা হক প্রধানমন্ত্রীর প্রশংসা করলেও অর্থমন্ত্রীর সমালোচনা করেন। খোরশেদ আরা বলেন, আমরা কোনো ইলেকশন চাই না। প্রধানমন্ত্রী আছেন, থাকবেন। আরো পাঁচ-দশ বছর দেশ চালাবেন। খালেদা জিয়া বাংলাদেশে থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। এটা কি শোভা পায়? তিনি বলেন, অর্থমন্ত্রী কথা বোঝেও না, বুঝতেও চান না। উনি না বুইঝাই বাজেট করছেন। গরিবের সঞ্চয় থেকে যদি আবগারি কাটেন, তবে ক্যামনে চলবে? এটা আমরা মানি না। বাজেট শুভঙ্করের ফাঁকি। মহিলারা সঞ্চয় করে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। কেউ শান্তিতে নেই। সংসদ অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা কী বলব, একটা মন্ত্রীও নাই। আমরা বলেই যাচ্ছি। মন্ত্রীরা খায়, আর পতাকা উড়িয়ে গাড়ি চালায়। আমরা বসে থাকি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনায় জাতীয় পার্টির এই মহিলা সংসদ সদস্য বলেন, বাংলাদেশ শান্তির দেশ। এর থেকে শান্তি আর কোথাও নেই। আমি খালেদাকে নির্দেশ দিই, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না। লজ্জা নাই তার? মাথা যেন পাখির বাসা! প্রধানমন্ত্রী যে টাকা জমাইছে তার দিকে নজর পড়েছে। এ সময় প্রধানমন্ত্রীকে টেলিভিশনের টকশো বন্ধ করে দেয়ারও দাবি জানান বিএনপিবিহীন দশম জাতীয় সংসদের এই বিরোধীদলীয় সদস্য। টকশোর আলোচকদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, রাতের টকশো বন্ধ করে দেয়া হোক। খালেদার জোগানো এরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।