Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

২০২১ সালের আগেই মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হব - প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:১৩ এএম, ২২ জানুয়ারি, ২০১৬

সিলেট অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সেইদিন আর বেশি দূরে নয়। আমরা ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। ২০২১ সালের আগেই মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হব।” আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটে ঐতিহ্যবাহী মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে মদন মোহন কলেজকে সরকারিকরণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “অর্থমন্ত্রী যেখানে আছেন সেখানে প্রতিষ্ঠান সরকারি করণে কোনো সমস্যা হওয়ার কথা না। আশাকরি কলেজটি সরকারি করতে পারব।” প্রধানমন্ত্রী হাসিনা বলেন, “আমরা চাই দেশ আরো উন্নত ও সমৃদ্ধ হোক। জাতির পিতার স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।” উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত দেশ গড়ে তুলতে শিক্ষার গুরত্ব অপরিসীম। শিক্ষা ছাড়া ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে পারব না।” প্রধানমন্ত্রী বলেন, “পর্যায়ক্রমে ২৫টি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে। ইতিমধ্যে রাজশাহী ও চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে সরকারি স্কুল আর কলেজ করা হবে।” অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ