Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সিদ্ধিরগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম


প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এ্যন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ৩০ জন শিক্ষার্থী ইন্ডাস্ট্রিয়াল ভিজিট-এর অংশ হিসেবে গত ২১ মে, ২০১৭ তারিখে নারায়ণগঞ্জের ২১০ মেগাওয়াাট সম্পন্ন সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন পর্বের শুরুতে পাওয়ার প্লান্টের কারিগরী কৌশল সম্পর্কে ধারণা দেন প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুর রহমান এবং সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম। অতপর শিক্ষার্থীদের পাওয়ার প্লান্টের পানি পরিশোধনাগার, বয়লার, টার্বাইন, জেনারেটর, ট্রান্সফর্মার ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখানো হয়। এছাড়াও শিক্ষার্থীদেরকে কন্ট্রোল রুমের ইন্টারফেস সিস্টেম এবং প্লান্টের উৎপাদন ও নিয়ন্ত্রন ব্যবস্থার বিভিন্ন পর্যায় সম্পর্কে অবহিত করা হয়। তত্ত¡ীয় শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শিক্ষার্থীদের ব্যবহারিক ও কারিগরী জ্ঞানকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে পরিচালনা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ