Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণফোন সেন্টারে রিসাইক্লিং এর সুবিধা

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সবুজ পরিবেশের জন্য মোবাইল হ্যান্ডসেট রিসাইক্লিং চালু করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গতকাল (মঙ্গলবার) রাজধানীর ফার্মগেটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই হ্যান্ডসেট রিসাইক্লিং কর্মসূচি উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রচারণার উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রাইসুল আলম মন্ডল এবং বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি এবং চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, গ্রামীণফোনের হ্যান্ডসেট রিসাইক্লিং এর উদ্যোগ বাংলাদেশে পরিবেশ সংরক্ষণে নতুন মাত্রা যোগ করেছে। আমি বিটিআরসিকে অনুরোধ করবো যে তারা যেন অন্যান্য স্টেকহোল্ডারদেরকেও এই উদ্যোগের সাথে যুক্ত করেন। এ প্রচারণা জুড়ে গ্রামীণফোন আগ্রহীদের আহŸান জানাবে তাদের অব্যবহৃত বা বাতিল মোবাইল হ্যান্ডসেট নিকটস্থ গ্রামীণফোন সেন্টারে ড্রপবক্সে জমা দিতে। গ্রামীনফোন এসব অব্যবহৃত ও বাতিল হ্যান্ডসেট আন্তর্জাতিক মান বজায় রেখে রিসাইকেল করবে অর্থাৎ ডিভাইসগুলো ভেঙ্গে এর বিভিন্ন উপাদান পুনরায় ব্যবহার উপযোগী করবে। এক্ষেত্রে, এটা নিশ্চিত করা হবে যে ডিভাইসের মধ্যে পুনর্ব্যবহারের উপযোগী সকল উপকরণসহ সম্ভাব্য ক্ষতিকর সব উপাদান সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফলি বলেন, দায়িত্বশীল করপোরেট নাগরিক হিসেবে গ্রামীণফোন পরিবেশের ওপর এর পরিচালনার নেতিবাচক প্রভাব কমাতে নিরলস চেষ্টা করে যাচ্ছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটি এর সকল কর্মী, গ্রাহক এবং অংশীদাররা যাতে এক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেয় এজন্য তাদের অনুপ্রাণিত করে। গ্রামীণফোন বিশ্বাস করে যে পরিবেশের উপর বাতিল ফোনের নেতিবাচক প্রভাব হ্রাস করার ক্ষেত্রে রিসাইক্লিং একটি পরিবেশ বান্ধব নিরাপদ ও নৈতিক পদ্ধতি। পরিবেশগত দৃষ্টিকোণ থেকে অব্যবহৃত ও বাতিল ফোন মাটিতে মিশে যেতে না দিয়ে নিরাপদ, সুরক্ষিত ও নৈতিক উপায়ে রিসাইক্লিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ