পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মুঠোফোন গ্রাহকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে জানিয়ে তা পুনর্বিবেচনার দাবি করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। গতকাল (মঙ্গলবার) রাজধানীর নির্মলসেন মিলনায়তনে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মহউদ্দীন আহমেদ। তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি গ্রাহকদের সুবিধা ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করে এ সেক্টরকে বিনিয়োগ বান্ধব করে জনগণের জন্য সহজলভ্য করা। কিন্তু সরকার বরাবরের মতো এবারের বাজেটেও দেশের সব চেয়ে বড় ভোক্তা খাতকে বঞ্চিত করেছে।
তিনি বলেন, এ খাতে গ্রাহকদের প্রথম প্রয়োজন একটি হ্যান্ডসেট। কিন্তু এই হ্যান্ডসেটের উপর পূর্বের ভ্যাট, সম্পূরক শুল্ক, সারচার্জ, অগ্রীম আয়করসহ মোট ২৩.৭৫ শতাংশ দিতে হতো। কিন্তু এবার বাজেটে সম্পূরক শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ ও ৫ শতাংশ বাজার মূল্যের উপর মূল্য সংযোজনের ১৫ শতাংশ মোট ৩৪.৫০ শতাংশ করা হয়েছে। এতে বৃদ্ধি পাচ্ছে ১০.৭৪ শতাংশ। বাজেটে দেশে তৈরী কম্পিউটার, ল্যাপটপ ও মুঠোফোন উৎপাদনে উৎসাহিত করতে যন্ত্রাংশ আমদানীতে ভ্যাট ২৫ শতাংশের স্থলে ১ শতাংশ করা হলেও মডেম, মেমরি কার্ডসহ বিভিন্ন একসেসরিজে শুল্ক বাড়িয়ে ১০ থেকে ২৫ শতাংশ করা হয়েছে। সংগঠনটি এটিকে বৈরী শুল্ক উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানায়। তারা বলেন, দেশে মুঠোফোন ও একসেসোরিজ তৈরীর কোন শিল্প কারখানা গড়ে উঠেনি। সেই সাথে দক্ষ জনবলের প্রচন্ড অভাব রয়েছে। তাই আমাদের পক্ষ থেকে সুপারিশ থাকবে দক্ষ জনবল ও দেশে শিল্প কারখানা গড়ে না ওঠা পর্যন্ত মুঠোফোন ও একসেসোরিজ আমদানীর উপর অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হোক। তা না হলে ফোরজি চালুর ক্ষেত্রে বাধাগ্রস্থ হবে দেশ জনগন উচ্চমূল্যে ফোরজি হ্যান্ডসেট ক্রয় করতে পারবেনা।
তিনি আরও বলেন, মুঠোফোন ব্যবহারে নবম এবং মোবাইল ব্যাংকিংয়ে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় হলেও ধীর গতির ইন্টারনেট সেবা, উচ্চ মূল্যের ইন্টারনেট, ইন্টারনেটের ব্যবহারযোগ্য হ্যান্ডসেট ও কম্পিউটারের দাম নাগালের বাইরে এবং পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব ইন্টারনেট ব্যবহারে (৫৪তম) পিছিয়ে আছে।
সংগঠনটির পক্ষ থেকে সুপারিশ করা হয়, দক্ষ জনবল ও দেশে শিল্প কারখানা গড়ে না ওঠা পর্যন্ত মুঠোফোন আমদানীর উপর অতিরিক্ত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হোক। অন্যদিকে মুঠোফোনে কথা বলার ক্ষেত্রে ভ্যাট কমানো নিয়ে অর্থমন্ত্রী কোনো হস্তক্ষেপ না করায় আমরা হতাশাগ্রস্থ।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবিদা আক্তার, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি হারুন অর রশিদ খান, কর্মসংস্থান আন্দোলনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবীর চৌধুরী তন্ময়, সংগঠনের মহাসচীব এ্যডভোকেট আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক এ্যডভোকেট ইসরাত হাসান, যুগ্ম সাধারন সম্পাদক কাজী আমানুল্লাহ মাহফুজ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।