Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রি-বুকিংয়ের জন্য উন্মুক্ত হচ্ছে সেলফি স্পেশালিষ্ট হ্যালিও এস১০

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

এডিসন গ্রুপের হ্যালিও সিরিজের অসাধারণ ধারাবাহিকতা ধরে রাখতে গ্রæপটি এবার দেশের বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে ঐবষরড় ঝ১০। এন্ড্রয়েড ন্যুগাট ৭.০ সম্বলিত এটাই হ্যালিও সিরিজের প্রথম ন্যুগাট অপারেটেড স্মার্টফোন।
ঐবষরড় ঝ১০ জুন এর ৭ তারিখ থেকে প্রি-বুকিং এর জন্য উন্মুক্ত করা হচ্ছে। প্রি-বুকিং গিফট হিসেবে পাওয়া যাবে অরিজিনাল ফাস্ট ট্র্যাক এর সুদৃশ্য ঘড়ি । প্রি-বুকিং এর জন্য িি.িযবষরড়-নফ.পড়স এই লিংক এ ক্লিক করতে হবে অথবা পিকাবু (িি.িঢ়রপশধনড়ড়.পড়স) থেকেও প্রি-বুকিং করা যাবে। স্বল্প সংখ্যক ঐবষরড় ঝ১০ স্মার্টফোন এর জন্যই এই অফারটি প্রযোজ্য। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ