Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র : অভিভাবকদের জন্য

| প্রকাশের সময় : ৭ জুন, ২০১৭, ১২:০০ এএম

পরীক্ষার ফলাফল নিয়ে এখন কে বেশি চিন্তিত থাকে? পরীক্ষার্থী নাকি অভিভাবক? সত্যি বলতে গেলে, পরীক্ষার্থীরা এখন বেশি চিন্তা করে পরীক্ষার ফলাফল নিয়ে নয় বরং মা বাবা ও সামাজিক চাপের ভার নিয়ে। এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলো সেদিন। আমার নিকটাত্মীয়ের ছেলে পরীক্ষা দিয়েছিল। ভালো ফল করেছে, জিপিএ–৪.৬৯ পেয়েছে। কিন্তু বাবা–মা ছেলেটির সঙ্গে বিরূপ আচরণ করছে। তাকে বলেছে, আর পড়াশোনা করতে হবে না। এমনকি তারা মিষ্টিও বিতরণ করেনি। একটাই কারণ, তাদের সন্তান এ+ পায়নি!
ছেলেটি আমাকে আগেই এই ভয়ের কথা বলেছিল। সে এও বলেছিল, সে সবকিছু নিজে থেকে লিখেছে। আর তার গণিত পরীক্ষা খারাপ হয়েছে। আমি তখন তাকে বলেছিলাম, তুমি শুধু ভালো করার চেষ্টা করে যাও। কিন্তু সে বারবারই বলছিল, এ+ না পেলে বাবা–মা বাড়িতেই থাকতে দেবে না তাকে। শুধু তার বেলায় নয়, আমার আশপাশের সব অভিভাবকই আশা করেছে, তাদের সন্তান এ+ পাবে। যারা এ+ পায়নি, তাদের কারও বাড়ি থেকেই মিষ্টি বিতরণ করা হয়নি!
বিষয়টা হচ্ছে, এ+ জীবনের সব নয়। তার প্রমাণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক সেশনে এ+এর চেয়ে কম গ্রেড পাওয়া ছাত্ররাই বেশি ভর্তি হয়েছে। আর শিক্ষার কাজ উন্নত ও কর্মদক্ষ মানুষ তৈরি করা, জিপিএ–৫ পাওয়া মানুষ নয়।   
সাঈদ চৌধুরী
শ্রীপুর, গাজীপুর।



চিকনগুনিয়া
স¤প্রতি ঢাকায় চিকনগুনিয়া নামের ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা যাচ্ছে। ক্রমেই এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকনগুনিয়া মশাবাহিত একটি রোগ। ডেঙ্গু রোগের ভাইরাস যে এডিস মশা বহন করে, সেই মশাই চিকনগুনিয়া ভাইরাসের বাহক। এই রোগের নির্দিষ্ট প্রতিকার নেই। লক্ষণ দেখে চিকিৎসা ঠিক করা হয়। বর্ষাকালে থেমে থেমে বৃষ্টি হয়। বৃষ্টির পানি অনেকের বাসাবাড়ির ছাদে বা বারান্দার টবে জমে থাকে। আর এসব স্থানে এডিস মশা ডিম পাড়ে।
চিকনগুনিয়ায় আক্রান্ত হলে প্রথম দিন থেকেই রোগীর তাপমাত্রা অনেক বেড়ে যায়। কাঁপুনি দিয়ে জ্বর আসে, আর প্রায়ই তা ১০৪/১০৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উঠে যায়। একই সঙ্গে প্রচন্ড মাথাব্যথা, শরীরব্যথা এবং বিশেষ করে হাড়ের সংযোগে ব্যথা হয়। জ্বর চলে যাওয়ার পর শরীরে লাল র্যাশ ওঠে। জ্বর ভালো হলেও রোগটি অনেক দিন ধরে রোগীকে ভোগায়। নারীরা তুলনামূলকভাবে এই রোগে বেশি আক্রান্ত হন।
যেহেতু মশার কারণে রোগটি ছড়িয়ে থাকে, তাই মূল সতর্কতা হিসেবে মশার কামড় থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে। যেমন ঘরের বারান্দা, আঙিনা বা ছাদ পরিষ্কার রাখতে হবে, যাতে পানি পাঁচ দিনের বেশি জমে না থাকে। সিটি করপোরেশনকে মশার ওষুধ ছিটাতে হবে, একই সঙ্গে তার কাজ হবে মানুষকে সচেতন করা।
মোহাম্মদ অংকন
ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন