Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানির দাবিতে মিরপুরে ওয়াসার গাড়ি ও পাম্প ভাঙচুর

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে পানির দাবিতে পাম্প ও ওয়াসার গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় ওয়াসার এক সহকারী পরিচালককে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সোমবার মিরপুর থানাধীন পশ্চিম মনিপুরের বড়বাগ এলাকায় সকালে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, গতকাল সোমবার সকাল থেকে এলাকাবাসী পানির দাবিতে রাস্তায় বিক্ষোভ মিছিল করেন। পরে তারা ঢাকা ওয়াসার পানির পাম্প ও গাড়ি ভাঙচুর করেন। এ সময় ওয়াসার সহকারী পরিচালক আবু ইউসুফকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
ভুক্তভোগী মাঈনুল ইসলাম বলেন, মনিপুর এলাকায় প্রায় তিন মাস ধরে পানির চরম সঙ্কট চলছে। ওয়াসার কর্মকর্তারা অবৈধভাবে সংযোগ দেওয়ায় পানির সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। পানি না পাওয়ায় আজ আমরা রাস্তায় নেমেছি।
একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌসুমী ইসলাম শোভা জানান, পানির দাবিতে প্রথমে তারা আহাম্মদনগর পানির পাম্প ও পরে ওয়াসার গাড়ি ঘেরাও করে। রমজান মাসে পানির কষ্ট তাদের জীবন বিষিয়ে তুলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ