Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র : করের বোঝা আর কত বাড়বে?

| প্রকাশের সময় : ৪ জুন, ২০১৭, ১২:০০ এএম

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের কর, খাজনা, রাজস্ব ইত্যাদি কয়েক গুণ বাড়ানো হয়েছে। করের ভারে জনগণের অবস্থা কাহিল, দেখার বা বলার কেউ নেই। আমাকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জমির (আবাসিক ও বাণিজ্যিক) খাজনা পরিশোধ করতে হয়। ইউনিয়ন তহসিল অফিসে ১৪২১ বাংলা সনের খাজনা দিয়েছি ৭২০ টাকা। ১৪২২ সনের খাজনা দিতে গিয়ে যখন ৬৭২০ টাকা দিতে হচ্ছে, তখন বললামÍকত গুণ বাড়িয়েছে? তহশিলদার বললেন, আপনাদের বেতন বেড়েছে খাজনা তো বাড়বেই। আমার এক বন্ধুর পৌরসভার মধ্যে তিনতলা একটি ভবন রয়েছে। যাতে ছয়টি ইউনিট, তার মধ্যে দুই ইউনিটে নিজেরা থাকে বাকি চার ইউনিট ভাড়া দেয়। ২০১৬ সালের প্রথমে যার পৌর হোল্ডিং ট্যাক্স ছিল ৩৫০০ টাকা, ২০১৬ সালের শেষ দিকে তা বাড়িয়ে করা হয় ৯০০০ টাকা, ২০১৭ সালে ঐ ট্যাক্স বাড়িয়ে করা হয় ৪৮০০ টাকা। পৌর ট্যাক্স ছাড়াও ইনকাম ট্যাক্স ও অন্যান্য ট্যাক্স তো রয়েছে। ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স (যাকে গ্রামে চৌকিদারি ট্যাক্স বলে) আগে যাদের ৫০ টাকা ছিল, বর্তমানে করা হয়েছে ৩০০/৪০০ টাকা; নির্দিষ্ট পরিমাণ কৃষিজমির খাজনা মাফ। কৃষি বলতে মত্স্য চাষের পুকুর অর্ন্তভুক্ত হওয়ার কথা। তাই পূর্বে পুকুরের খাজনা নেওয়া হতো না; কিন্তু এখন পুকুরের খাজনা নেওয়া হচ্ছে। এরই মধ্যে পণ্য ও সেবার বিক্রয় মূল্যের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করেছে এনবিআর। আগে জমি রেজিস্ট্রি করতে খরচ যা দিতে হতো, বর্তমানে তার ৫/৬ গুণ  বেড়েছে। ফলে আগের চাইতে জমি ক্রয়-বিক্রয় অনেক কমে গেছে। সময়ের সঙ্গে ট্যাক্স বাড়বে কিন্তু এ বৃদ্ধির একটি যৌক্তিক সীমা থাকা উচিত। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. ইয়াছিন মজুমদার
অধ্যক্ষ,
ফুঁলগাঁও ফাযিল ডিগ্রি মাদরাসা, লাকসাম, কুমিল্লা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন